বাংলাদেশে বিদেশীদের বিনিয়োগে বাঁধা দূরীকরণ

নাগরিক শক্তি দেশী ব্যবসায়ীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশে শিল্পের বিকাশে বিদেশী বিনিয়োগের পথে বাঁধাগুলো দূর করতে সম্ভাব্য সবরকম পদক্ষেপ নেবে। 

আমরা সরকারকে বিদেশী বিনিয়োগের পথে যুক্তিসংগত বাঁধাগুলো দূর করার লক্ষ্যে যথাযথ উদ্যোগ নিতে আহ্বান জানাই।

“সস্তা শ্রম ও ইউরোপসহ উন্নত দেশগুলোতে জিএসপি সুবিধার হাতছানিতে ছুটে আসা বিদেশি ব্যবসায়ীদের বিমুখ হতে সময় লাগে না। বিষয়টি নিয়ে তাঁরা রীতিমতো গবেষণা করেছেন। প্রতিবেদনও তৈরি করেছেন। এই গবেষণা প্রতিবেদন থেকে বিদেশিদের চোখে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ১৩টি বড় বাধার কথা জানা গেছে। তাঁরা এগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বলেছেন, এসব বাধা দূর না করা হলে বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিতেই থাকবেন।


বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বাধাসংক্রান্ত এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো), কেআরআই ইন্টারন্যাশনাল করপোরেশন, মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসালটিং এবং মুড়ি হামাদা অ্যান্ড মাৎসুমুটু। 

বাংলাদেশে থাকা জাপানি বিনিয়োগকারী এবং বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে তথ্য নিয়ে এ প্রতিবেদনটি তৈরি করেছে তারা। জাপানের ট্রেড পলিসি ব্যুরোর দক্ষিণ-পশ্চিম এশিয়াবিষয়ক পরিচালক মিকিও এওকি ও জেট্রোর নয়াদিল্লি কার্যালয়ের ডিরেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রি রিসার্চার ইচিরো অ্যাবে গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদের কাছে এ গবেষণা প্রতিবেদন জমা দিয়েছেন। এ সময় বাণিজ্যসচিবকে তাঁরা জানিয়েছেন, আইনি ও প্রাতিষ্ঠানিক জটিলতা এবং বিজিএমইএর মৌখিক আপত্তির কারণে পোশাক খাতসহ অন্যান্য অনেক খাতে বিনিয়োগ করতে আসা জাপানি ব্যবসায়ীরা ফিরে গেছেন। বাংলাদেশে গাড়ি প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠার আগ্রহের কথাও জানান তাঁরা।

প্রতিবেদনে উল্লেখ করা বাধাগুলো হলো-

১. শিল্প ও সেবাখাতে বিদেশি বিনিয়োগের আইন-কানুন ও অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকা। 
২. ইউডি না দেওয়ার মাধ্যমে বিজিএমইএ দ্বারা পোশাক খাতে বিনিয়োগে পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ।
৩. কেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট আইন-কানুন ও বিধি-বিধান ইংরেজিতে রূপান্তর না করা। 
৪. বিনিয়োগ বোর্ড শক্তিশালী করে ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা না থাকা। 
৫. জমির ধরন ও মালিকানা নির্ণয়ে জটিলতা। 
৬. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেতে সংশ্লিষ্ট বিষয়গুলোর জটিলতা। 
৭. স্থানীয় বাজারে পণ্য বিক্রির ক্ষেত্রে রাজস্ব বোর্ডে ‘বিক্রয় মূল্য’র নিবন্ধন জটিলতা। 
৮. চলতি মূলধন জোগাতে বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। 
৯. বৈদেশিক মুদ্রায় অ-বাণিজ্যিক রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বাধা। 
১০. বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থায় স্থানীয় বাজারে পণ্য বিক্রির ব্যবস্থা না থাকা। 
১১. বাজার মূল্যের সঙ্গে তুলনা করে শুল্কারোপ করা, যা প্রকৃত মূল্যের চেয়ে বেশি। 
১২. স্থানীয় জনবল নিয়োগের বাধ্যবাধকতা এবং 
১৩. পিপিপি আইন কার্যকর না হওয়া।”
 
 
 
 
নাগরিক শক্তির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আরও 

Healthcare Reform

The initiative to make sure more people get health-care insurance coverage – the Affordable Care Act, popularly known as the Obama-care, should be seen as positive. 


Ensuring health-care of citizens is a duty of the government. Who else will come forward to take the responsibility of ensuring healthcare of citizens who need it most?

But why do we have so little enrollment? One reason is surely the failure of the website to respond. With the best and brightest Software Engineers in our country, it can’t be a big problem.

Are there other reasons? It’s a new system all together. Is the website too difficult to navigate and use, especially to the people (who are economically lagging and thus technologically lagging) for whom the whole reform is targeted? Why don’t we educate people on how to use the site? We can extend the time of getting insured in the marketplace and let people spend more time to familiarize themselves with the new system.

We can make necessary changes so that those who want to keep their previous insurances can do so.

It’s a new system – we have to solve problems as we face them along the way.

In the meantime, we can come up with creative solutions that solve problems our health-care system face, solutions that minimize costs but are still more effective and reach more people. American Healthcare System is under-performing and a lot more expensive compared to other developed countries.

Why not prioritize disease prevention programs and motivational programs that encourage healthy lifestyle choices so that we have less sick people to start with? Obesity and poor lifestyle choices are surely among causes of diseases. Less sick people translates into less visits to doctors and less visits to doctors translate into less health insurance prices. If health insurance prices go down, more people would have health insurances.

Let’s try to understand it through an example.

Suppose, visits to doctor cost a person say, “A” $100 a month and another person say, “B” $50 a month. Now, the insurance company that sells healthcare insurances to “A” and “B”, sells each of the monthly insurances for $80. So, “A” and “B” together spend $80 + $80 = $160 to buy their insurances and the insurance company has to spend $100 + $50 = $150 to bear the cost of visits to doctor. Now, suppose “A” and “B” learned to take better care of their health. As a result, they have monthly healthcare costs of $60 and $40 respectively. Now, the insurance company has no way but to reduce their insurance fees. Thus, by taking better care of their health, “A” and “B” forced the insurance companies to reduce prices for insurance.


There can be so many different solutions to different inter-related problems if only we are wise enough to “define” the “problem” we want to solve creatively!

Iran – Western Relation: Win-win, Positive-Sum Outcome?

[December 26, 2013]

#TowardsWorldPeace  #TowardsNuclearWeaponFreeWorld

The deal between P5 + 1 and Iran should prove to be revolutionary.


Years of opposition and suspicion from both sides. 

A lot of conflicts arise between people who have closed dependent minds. They divide the world into black and white, right and wrong with nothing in between. They view their way as the only right one and others’ as wrong ones. They never try to be themselves, instead following the path others have shown them without much consideration or reflection.

People in general categorize everything they see around them into different predefined categories. It helps them make quick decisions because they know what to do with a certain category.

But how can we be so sure that the categories and the knowledge associated with each category, that our society and culture has taught us, is correct? Why not think for ourselves?

Just because your co-workers or friends taught you that an Idea or Concept, say “A”, is bad, does not necessarily make “A” bad. It’s your duty to think earnestly – with your own judgement and find out the true nature of the Concept “A” and judge its merits and demerits.

In the age of Globalization, in the age of open and interdependent economies, we would like to see a more connected world.

People in Iran elected moderate Rouhani as their President this year. They wanted to see change. It’s evident that President Barack Obama wants to see change as well.

We would like to see peaceful use of Nuclear Energy by Iran and gradual and careful withdrawal of sanctions by Westerners.


American companies should make the most of it. 
Win-win, Non zero-sum.
A game where a player wins 5 points and his opponent loses 5 points is Zero-sum. 5+(-5) = 0. In a zero-sum game, the more a player wins, the more his opponent loses.
On the other hand, in a Non Zero-sum game, the outcome is not zero. For example, if a player wins 5 points and his opponent wins 4 points, the overall outcome is 5 + 4 = 9. If the outcome of the Game is a Positive number, then it’s a Positive-sum Game. [Game Theory]
It’s win-win – both wins.

And that’s what we are looking for: Win-win, Positive-Sum Outcome!  #TowardsWorldPeace

Progress towards Deal

[Edited: 04.03.15 (Friday) ]

Immigration Reform

Looks positive for the American Economy.


More tax from legalized immigrants (currently undocumented).
More “Brains”. Bright foreign students with American Education and Smart Entrepreneurs joining the American economy (rather than leaving for his / her emerging country). As is evident from FWD.US, high tech companies enthusiastically support the immigration reform. They want to turn more of smart foreign Engineers into American Engineers.

America is a country of immigrants. Our immigrants have added to the diversity and to the economy, won awards and prizes for us, brought about changes for good and made us proud.

But we gotta look out for Border security.