আজকের উপলব্ধিতে বাংলাদেশ [৩১.০৩.১৫]

রাজনীতি 

“বিএনপির সংস্কারপন্থীরা এবার ভিন্ন প্ল্যাটফর্মে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি থেকে দূরত্ব বজায় রেখে রাজনীতি করতে চায় তারা। ভিন্ন একটি প্ল্যাটফর্মে ইতিবাচক রাজনীতির ধারা নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুসারী সাবেকমন্ত্রী, শতাধিক সাবেক এমপি ও অর্ধশতাধিক উপজেলা চেয়ারম্যানসহ দুই শতাধিক নেতা ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। গণতন্ত্র, সুশাসন ও আধুনিক বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে বিজয়ের মাস ডিসেম্বরেই তারা মাঠে নামবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন এমন সংস্কারপন্থী নেতারা ইতোমধ্যেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালসহ বেশ কয়েকটি জেলায় নিজেদের মধ্যে বৈঠক করেছেন।  #PoliticalReform

এবার বিএনপির সংস্কারপন্থীদের নেতৃত্বে রয়েছেন বিএনপির সাবেক যুগ্মমহাসচিব ও চারদলীয় জোট সরকারের আমলে জাতীয় সংসদের হুইপ আশরাফ হোসেন।

সঙ্গে রয়েছেন

বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব) জেড এ খান,

সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী,

সাবেক এমপি নজির হোসেন,

কাজী সিরাজ, সাম্মী শের, অধ্যাপক শাহরিয়া আক্তার বুলু।

এ ছাড়াও সংস্কারপন্থী বিএনপির এই নেতাদের সঙ্গে আরও যাঁরা কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন তাঁরা হলেন

সাবেক হুইপ শহিদুল হক জামাল, সাবেক প্রতিমন্ত্রী শাহ মোঃ আবুল হোসেন, সাবেক হুইপ রেজাউল বারী দিনা, সাবেক এমপি নুরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন খান দুলু, আলমগীর কবির, ইঞ্জিনিয়ার শহীদউজ্জামান, আলমগীর মোঃ মাহফুজুল্লাহ ফরিদ, সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বসের ছেলে ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা আলী আক্কাস নাদিম, মনির হোসেন এবং বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশত উপজেলা চেয়ারম্যান।”

সারাদেশ

আজকের উপলব্ধিতে নাগরিক ঐক্য [৩১.০৩.১৫]

ঐক্য

'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ করদাতা উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ করদাতা উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

“বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, এর পেছনে বেসরকারি শিল্পের অবদান সবচেয়ে বেশি।

‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২’ করদাতা উদ্বুদ্ধকরণ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

বাংলাদেশে ভ্যাট চালু একটি যুগান্তকারী প্রদক্ষেপ ছিল মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ভ্যাট চালুর সময় বাংলাদেশের বাজেট অনেক কম ছিল। কিন্তু এখন তা অনেকগুণ বেড়েছে। আগামী দিনে আরো বাড়বে।

কাস্টমসের ওয়েবসাইট আপডেট করার আহ্বান জানিয়ে ভ্যাট কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভ্যাট সংগ্রহের কাজ অনলাইনে করতে যাচ্ছেন। সেটা ভালো উদ্যোগ। তবে উন্নত সফটওয়্যার না দিলে সমস্যা থেকেই যাবে।

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো.জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংসদ সদস্য এমএ লতিফ ( #Politics ), চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ( #Nagorik ) এনবিআর সদস্য জাহানারা সিদ্দিকী, কর অঞ্চল-১ কমিশনার মো.দবির উদ্দিন।”

মাদকমুক্ত বাংলাদেশ  #StopDrugTrafficking  #Nagorik

International Relations

International: Russia

আজকের উপলব্ধিতে বাংলাদেশ [৩০.০৩.১৫]

রাজনীতি #Politics

“মির্জা আব্বাসের সম্পদের পরিমাণ শত কোটি টাকার বেশি। বর্তমানে মির্জা আব্বাসের নামে ৩৭টি ফৌজদারি মামলা রয়েছে।”

রাজনৈতিক সংস্কার #PoliticalReform

সারাদেশ

আজকের উপলব্ধিতে নাগরিক ঐক্য [৩০.০৩.১৫]

 

“প্রোগ্রেসিভ বাংলাদেশ” এর সদস্যরা প্রেস কনফারেন্সের মাধ্যমে জনগণের সামনে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা তুলে ধরবেন।  #Nagorik  #Politics

নাগরিক ঐক্য #Nagorik : নাগরিক সমাজ

“পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে লেখক ও প্রাবন্ধিক – নাগরিক ঐক্যের সৈয়দ আবুল মকসুদ সাংবাদিকদের বলেন, ‘পুণ্যস্নানে এসে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা তদন্তে জেলা প্রশাসন যে তদন্ত কমিটি গঠন করেছে, আমরা আশা করব, তারা সরকারি প্রভাবমুক্ত হয়ে নিরপেক্ষভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবেন। প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবেন।’

সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা ও প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ পুরো উপমহাদেশের মধ্যে লাঙ্গলবন্দ অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত। এবারের অষ্টমী স্নানের দিন কারা বেইলি ব্রিজ ভাঙার গুজব ছড়িয়েছিল, তাদের চিহ্নিত করতে হবে। ৪৭ একর দেবোত্তর সম্পত্তি বেদখল হতে হতে এখন মাত্র সোয়া দুই একর রয়েছে। কারা এই সমস্ত দেবোত্তর সম্পত্তি জাল কাগজপত্র তৈরি করে বেদখল করেছে, তাদেরও চিহ্নিত করে এই সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে।  #MinorityRights

ঘটনাস্থল পরিদর্শনকালে নাগরিক সমাজের নেতাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার, হাসান আহমেদ, সুবোধ এম বাস্কে, নারী নেত্রী জয়ন্তী রায় ও শায়লা আহমেদ লোপা। পরে নাগরিক সমাজের প্রতিনিধি দলটি নগর ভবনে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ( #Politics ) র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।”

মাদকমুক্ত বাংলাদেশ  #StopDrugTrafficking  #Nagorik

International Relations

আজকের উপলব্ধিতে বাংলাদেশ [২৯.০৩.১৫]

রাজনীতি #Politics

 

রাজনৈতিক সংস্কার #PoliticalReform

প্রোগ্রেসিভ বাংলাদেশ

প্রোগ্রেসিভ বাংলাদেশ

 

জাতীয় কমিটিতালিকায় ১ নম্বরে রয়েছেন

জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আশরাফ হোসেন#PoliticalReform

কমিটিতে আরো রয়েছেন

মেজর জেনারেল (অব.) জেডএ খান,

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ,

মেজর (অব.) কামরুল ইসলাম,

মণি স্বপন দেওয়ান,

বিএনপির বর্তমান ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

এছাড়া প্রায় অর্ধশত সাবেক এমপির নাম আছে এ তালিকায়।  #Politics

আছেন বর্তমান অনেক এমপি ও আওয়ামী লীগ নেতাও।

তিন ভাগে বিভক্ত কমিটিতে ১২১ সদস্যের জাতীয় কমিটি ছাড়াও ৩৩ সদস্যের প্রচার ও মিডিয়া সেল এবং সিটি নির্বাচন উত্তরের ২৭ সদস্যের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি ঘোষণা করা হয়েছে।”

  • প্রোগ্রেসিভ বাংলাদেশ-এর জাতীয় কমিটির খসড়া তালিকা  #Politics

 

  • প্রোগ্রেসিভ বাংলাদেশ  কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি, সিটি নির্বাচন – ঢাকা উত্তর – তালিকা  #Politics

 

সারাদেশ

“খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল ফিরোজ হাসান।”

আজকের উপলব্ধিতে নাগরিক ঐক্য [২৯.০৩.১৫]

 

নাগরিক ঐক্য #Nagorik : বগুড়া জেলা

নন্দীগ্রাম, বগুড়া জেলা

নন্দীগ্রাম, বগুড়া জেলা

 

মাদকমুক্ত বাংলাদেশ  #StopDrugTrafficking  #Nagorik

 

International Relations #Nagorik

Bangladesh – Spain Relations  #Nagorik

 

Bangladesh – United States Relations  #Nagorik

KhokaUS

 

“যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্যারেডে নেতৃত্বে শিকাগো সিটির ডেপুটি মেয়র এবং ডেমোক্রেটিক পার্টির নেতা অলডারম্যান জো মোর, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এবং সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক

International: United States

NewYorkEid

 

Bangladesh – Sudan Relations #Nagorik

International: Britain  #BritainInRealization

“হকিং মূলত দাতব্য কাজে ব্যবহারের জন্য নাম ট্রেডমার্ক করাচ্ছেন। এতে পদার্থবিদ্যার প্রসার, বা মটর নিউরন রোগের গবেষণার জন্য কোনো সংস্থা তৈরি করার সুযোগ হবে। নাম ট্রেডমার্কের আওতায় কম্পিউটার গেম, হুইলচেয়ার, শুভেচ্ছা কার্ড বা হেলথকেয়ার পণ্য পড়বে।”

International: India

 

IndiaCrime

 

International: Cricket World Cup 2015  #CWC15

Word Cup 2015 Champion Team Australia

Word Cup 2015 Champion Team Australia

 

Australia has been my favorite Cricket Team since World Cup 1996 – the year I learned the rules of the game!

Congratulations Team Australia!

 

International: Cricketers #CWC15 

Mushfique, Sangakara, AB de Villiers, Martin Guptill

Mushfique, Sangakara, AB de Villiers, Martin Guptill

আজকের উপলব্ধিতে বাংলাদেশ [২৮.০৩.১৫]

ঐক্য

Jahangir

মুহাম্মদ জাহাঙ্গীর: মিডিয়া ও উন্নয়নকর্মী

“বেশ কয়েক মাস ধরে খ্যাতনামা ইংরেজি দৈনিক ডেইলি স্টার (The Daily Star; সম্পাদকঃ জনাব মাহফুজ আনাম) -এর কোনো সাংবাদিককে প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করা হচ্ছে না।

… একটি গণতান্ত্রিক দেশে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা বিরাট। এটা প্রধানমন্ত্রীর দপ্তরের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে না। তার পরও প্রধানমন্ত্রীর দপ্তর যদি এ রকম ব্যবহার করে থাকে, তা খুবই অন্যায় ব্যবহার হয়েছে বলে মানতে হবে। এ ধরনের আচরণ স্বৈরাচারী শাসনে হয়তো সম্ভব।

কয়েক দিন আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডেকেছিলেন। তিনি বরাবরের মতো এবারও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি। এটা খুবই অন্যায় হয়েছে। খালেদা জিয়া যখন বড় নেতা হয়েছেন, তখন তাঁকে বড় নেতার মতোই আচরণ করতে হবে।”

ঐক্য : রাজনৈতিক সংস্কার 

“দেশের রাজনীতিকে আরো অধুনিকীকরণে মাঠে নামছেন শতাধিক সাবেক এমপিঅর্ধশতাধিক উপজেলা চেয়ারম্যান

গণতন্ত্র, সুশাসন ও আধুনিক বাংলাদেশ গড়ার স্লোগান নিয়ে তারা মাঠে নামছেন বলে জানিয়েছেন তাদের মুখপাত্র বিএনপি’র সাবেক যুগ্মমহাসচিব ও সাবেক সংসদ সদস্য আশরাফ হোসেন#PoliticalReform

তিনি বলেন, দেড় শতাধিক নেতার একটি তালিকাও আমাদের হাতে রয়েছে। দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার নিয়ে তারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে জানান তিনি।

নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, তালিকাব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ, মেজর (অব:) এম হাফিজউদ্দিন আহমেদ, সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী (চট্ট্রগ্রাম দক্ষিণ)-সহ বিএনপির শীর্ষস্থানীয় প্রায় সব গ্রহণযোগ্য নেতা রয়েছেন। #Politics

জনাব আঁশরাফ বলেন, জিয়াউর রহমানের আদর্শ বিচ্যুৎ, জাময়াতপন্থি ও দুনীর্তিবাজ নেতারা এ তালিকায় নেই।” #SayNoToCorruption

ঐক্য : রাজনীতিবিদ ও নাগরিক সমাজ

“বিকল্পধারা বাংলাদেশের সভাপতি প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।”

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘রাষ্ট্র এমন পর্যায়ে পৌঁছেছে – আমি, কাদের সিদ্দিকী – আমাদের ৭১-এ যুদ্ধ করার মূল প্রেরণা আজ হারিয়ে গেছে।’

গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, কাদের সিদ্দিকীর সঙ্গে সংহতি প্রকাশ করা প্রত্যেক শুভবুদ্ধির মানুষের নৈতিক দায়িত্ব।

কবি আল মুজাহিদী বলেন, ‘মার্টিন লুথার কিং যেমন বলেছিলেন, “আমার একটি স্বপ্ন আছে”। কাদের সিদ্দিকীও মানুষকে ভালোবেসে, স্বপ্ন নিয়ে এখানে বসেছেন।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকী প্রমুখ।”

ঐক্য : নাগরিক সমাজ

সম্মিলিত নাগরিক সমাজ

সম্মিলিত নাগরিক সমাজ

অর্থনীতিবিদ ও সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে কনভেনশনে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মো. আব্দুর রশিদ, সেক্টর কমান্ডার্স ফোরামের সহ সভাপতি আবু ওসমান চৌধুরী ও যুগ্ম মহাসচিব ম হামিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী

কনভেনশনে মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ বলেন, প্রগতিশীল, উদার ও আদর্শভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে না পারলে আরো করুণ পরিণতির মুখোমুখি হতে হবে আমাদের। আর সে জন্যই সমাজের প্রত্যেক শ্রেণী-পেশার মানুষদের নিয়ে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। একটি আলোকিত আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে।

কনভেনশনে আরো বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, কর্মজীবী নারীর সভাপতি প্রতিমা পাল মজুমদার, অঙ্গীকার বাংলাদেশের মুহাম্মদ হেলাল উদ্দিন, প্রিপ ট্রাস্টের নির্বাহী আরমা দত্ত, ডিএসকে’র নির্বাহী দিবালোক সিংহ, স্টেপ টুয়ার্ডস’র প্রধান নির্বাহী রঞ্জন কর্মকার, ক্রীড়া ব্যক্তিত্ব এ এস এম রকিবুল হাসান, পেট্রোল বোমায় দগ্ধ ট্রাকচালক মো. আরমান প্রমুখ।

সম্মিলিত নাগরিক সমাজের ৪২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় কনভেনশন থেকে। দেশের প্রতিটি জেলা-উপজেলায় এর কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেয়া হয় কনভেনশন থেকে।

কনভেনশন পরিচালনা করেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু।”

নাগরিক ঐক্য #Nagorik : রাজশাহী জেলা

মাদকমুক্ত বাংলাদেশ  #StopDrugTrafficking  #Nagorik

International Relations

আজকের উপলব্ধিতে বাংলাদেশ [২৭.০৩.১৫]

রাজনীতি #Politics

রাজনৈতিক সংস্কার #PoliticalReform

সারাদেশ

নাগরিক শক্তিঃ ঐতিহাসিক পটভূমি

নাগরিক শক্তির ঐতিহাসিক পটভূমির গল্প বলছি আজকে।


১.

নাগরিক শক্তি কিন্তু আমাদের দেশের নাগরিক সমাজের অনেক বছরের ভিশনের বাস্তবায়ন।

“নাগরিক শক্তি”র ঘোষণা প্রথম কবে আসতে পারতো – বলতে পারেন? Any Guess?

২০১৩?
হল না।

নাগরিক শক্তির ঘোষণা প্রথম আসতে পারতো ২০০৭ এ [1] [2]
আসেনি।
আত্নপ্রকাশ তখন ঘটলে নেতৃত্ব অন্যরকম হত।

আমি নেতৃত্বে যোগ দিতাম আরেকটু “বড়” হয়ে!


২.

নাগরিক শক্তির ঘোষণা এরপর আসতে পারতো – ২০১২ সালের জানুয়ারি / ফেব্রুয়ারির দিকে  [3]
সেবারও আসেনি।
ঘোষণা দেওয়া হয়েছিল, “আজকে (২০১২) যাদের বয়স ২৫ বছর – তারাই ১০ বছর পর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।”

Related Articles

৩.

এরপর ব্যরিস্টার রফিক-উল হককে আহ্বায়ক এবং মাহমুদুর রহমান মান্নাকে সদস্য সচিব করে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে নাগরিক সংগঠন সিডিএইচআর (সিটিজেনস ফর ডেমোক্র্যাসি এ্যান্ড হিউম্যান রাইটস) আত্মপ্রকাশ করে [4]#Politics

তৃতীয় রাজনৈতিক শক্তি হওয়ার লক্ষ্য [5] নিয়ে গঠিত হয় নাগরিক ঐক্য [6]। 



নাগরিক শক্তি নাগরিক সমাজের সেই ভিশনের পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপ। 



৪.

“নাগরিক শক্তি” নামটা নাগরিক সমাজ থেকে প্রস্তাবিত।

আর

প্রতীক : বই 
মূলমন্ত্র : জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ

– এই দুটো আমার!

৫.

পটভূমি এটুকুই।
২০১৩ এর অক্টোবর থেকে নাগরিক শক্তির বিকাশ।


References

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের রাজনীতির বর্তমান ধারা খুব দ্রুত বদলে যাবে। আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখেন। তরুণেরা নিজেদের ভেতরকার শক্তি নিয়ে সোজা হয়ে দাঁড়ালে দেশটা এমনিতেই বদলে যাবে।’

প্রফেসর ড. ইউনূস বলেন, ‘দেশের রাজনৈতিক হানাহানি নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। দেশের মানুষ কী চাচ্ছে, রাজনীতিবিদেরা তা ধারণা করতে পারছেন না। এ অবস্থার পরিবর্তনের জন্য শুধু দাবি জানালেই হবে না। তরুণদের নতুনভাবে রাজনীতি করতে হবে। বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলতে হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক ধারার বিপরীতে তরুণদের নিজেদেরকে রাজনৈতিক প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে হবে।”

আজকের উপলব্ধিতে বাংলাদেশ [২৬.০৩.১৫]

রাজনীতি #Politics

ভূমি প্রতিমন্ত্রী ও চট্টগ্রামের আনোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ঢাকার মন্ত্রিপাড়ার বাসায় থাকেন না। ব্যবহার করেন না সরকারি গাড়ি। চট্টগ্রামে গেলেও থাকেন না সরকারি সার্কিট হাউসে। শুধু বাড়ি ও গাড়ির সুযোগ-সুবিধা নয়, প্রতিমন্ত্রীর বেতনসহ প্রাপ্য সুযোগ-সুবিধা তিনি বিভিন্ন জায়গায় ডোনেশন দিয়ে দেন।

প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আগামীতে মন্ত্রীসভার বাইরেও আসতে পারি। দেশের স্বার্থে যে কোন সিদ্ধান্ত নিতে আমি প্রস্তুত। #Politics

ইতিমধ্যে সরকারি ভূমি ব্যবস্থাপনায় আইসিটি (ICT) এবং ডেটাবেইস প্রচলন করে প্রশংসিত হয়েছেন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ছিলেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (UCBL)-এর অন্যতম পরিচালক। মন্ত্রিত্ব পাওয়ার পর সাংবিধানিক ধারা রক্ষায় ইউসিবিএল-সহ তার সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি।”

“স্থানীয়রা প্রতিবাদ করায় তাঁদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।”

রাজনৈতিক সংস্কার #PoliticalReform

সারাদেশ

 

আজকের উপলব্ধিতে নাগরিক ঐক্য [২৬.০৩.১৫]

 

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস।

দেশের ১৬ কোটি মানুষের প্রত্যেকের জন্য স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

 

নাগরিক ঐক্য #Nagorik

“পৃথিবীতে একজন শিশুকে গড়ে তোলার যতগুলো উপায় আছে তার মধ্যে সবচেয়ে সহজ আর সবচেয়ে চমকপ্রদ উপায় হচ্ছে বইপড়া।

… আমার স্ত্রী একটু পরেই আবিষ্কার করল সে একটা অক্ষরও চেনে না, কোনটা কোন অক্ষর জানে না, কিন্ত‍ু সবকিছু পড়তে পারে। আমি নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করতাম না যে একজন মানুষ কোনো অক্ষর না জেনে পুরোপুরি পড়ে ফেলতে পারে। অনেক পরে সে যখন স্কুলে গিয়েছে তখন সে এ বি সি ডি শিখেছে!”

 

Explanation:

একটা শিশু যখন ভাষা শেখে তখন “যা দেখছে” আর “যা শুনছে” – দুটোর মাঝে Association তৈরি হয়ঃ

শিশু একটা গোলাকার বল “দেখে” আর একইসাথে “শোনে” ব–ল।

সে শেখে, গোল দেখতে জিনিসটাকে বলে “ব–ল”।

এখানে যে শিশুটির কথা বলা হচ্ছে সে শব্দ “দেখে” Ball বা “BALL” আর “শোনে” ব–ল। এই দুটো থেকে শেখে – “BALL” “দেখলে” এটাকে “উচ্চারণ” করতে হয় “ব–ল”।

এভাবে সরাসরি “শব্দ” দেখে উচ্চারণ করতে শিখতে বাংলা’র চাইতে English সহজ – কার, ফলা, যুক্তবর্ণ, অক্ষরের আকার – এসব জটিলতা নেই।

আবার শিশুটি শিখতে গিয়ে generalize কেমন করেছে – তাও study করার বিষয়। সে কি Capital letter, Small letter generalize করতে পারে?

তাকে যেসব বই পড়ে শোনানো হত – সেখানে Ball,  BALL, ball – তিনভাবেই কি বল লেখা দেখেছে? শিশুটি কিন্তু এক একটা শব্দ একসাথে শিখেছে – অক্ষর না; আমরা যেভাবে গোলাকার দেখতে জিনিসকে “বল” বলি শিশুটি “BALL”‘র মত দেখতে জিনিসকে “বল” বলে। তাই, “BALL” পড়তে পারলেও, হয়ত সে “ball” কে ঠিকভাবে পড়তে নাও পারে – যদি বই-তে “ball” না “দেখে” থাকে।

#CognitiveScience

 

Chittagong City Corporation : Manufacturing in Bangladesh

চট্ট্রগ্রাম এবং চট্ট্রগ্রামের আশপাশের জেলাগুলোতে Manufacturing Clusters গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। Chittagong Port’র অবস্থানের কারণে পণ্য আমদানি-রপ্তানি খরচ কম পড়বে।

China’য় Manufacturing খরচ বেড়ে যাওয়ায় Investors-রা পরবর্তী destination হিসেবে South-East Asia-র দেশগুলোর দিকে যাচ্ছেন। আমি বাংলাদেশকে Manufacturing’র জন্য সবচেয়ে উপযোগী দেশ হিসেবে গড়ে তুলবো।

বাংলাদেশে Digital Manufacturing সহ সব cutting-edge Technology বিকাশের পথ করে দেবো।  #DigitalManufacturing

 

Technologies that comprise “Digital Manufacturing”

  • Automation
  • Robotics
  • Additive Manufacturing & 3D Printing
  • Internet of Things (IoT)
  • Sensors & Big Data
  • Industrial Internet
  • Enterprise Physical Computing

 

Manufacturing Industry কে Support করার জন্য চট্ট্রগ্রামে “Light Engineering” Sector Development-এ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে।

 

Chittagong City Corporation

“চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময় সভায় এ উদ্যোক্তাদের এ আগ্রহের কথা জানান তাইওয়ান বাণিজ্যকেন্দ্রের পরিচালক উডি ওয়াং।”

Beautiful Bangladesh – রূপসী বাংলাদেশ

 

মাদকমুক্ত বাংলাদেশ  #StopDrugTrafficking  #Nagorik

 

নাগরিক ঐক্য #Nagorik : গণজাগরণ মঞ্চ

আলোকচিত্রে গণজাগরণ মঞ্চের স্বাধীনতা দিবস ‘১৫ উদযাপন

 

Bangladesh Cricket Team

Cricket-এ Digital Sports Technology এবং Biomechanical Science-র প্রয়োগ আমি বাংলাদেশ ক্রিকেট টীম দিয়ে-ই শুরু করবো।

ক্রিকেটে Engineering & Sciences-এর প্রয়োগে বিশ্বে নতুন দিক উন্মোচিত হবে। আর (Technology-র) Testing Phase-এ মাশরাফি, মুশফিক, তাসকিন, সাব্বিরদের Feedback তাতে আলাদা মাত্রা যোগ করবে!

#SportsScience & #DigitalSports

 

 

 

Bangladesh Soccer Team

বাংলাদেশ ফুটবল টীমের জন্যও Digital Sports প্রযুক্তি এবং Biomechanical Science নিয়ে আসছি!

আপাতত Fitness বাড়ানোর দিকে জোর দিতে হবে। ৯০ মিনিট পুরো সময় প্রতিপক্ষের সাথে সমান তালে খেলতে হবে।

 

 

International Relations

Bangladesh – Taiwan Relation

 

Women Empowerment

লরেন পাওয়েল জবস

লরেন পাওয়েল জবস

“অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী তিনি। প্রযুক্তি খাতের শীর্ষ ১৫ ধনীর তালিকায় আছে লরেন পাওয়েল জবস।

নিজের প্রতিষ্ঠিত ‘এমারসন কালেক্টিভ’ নামের প্রতিষ্ঠানের সাহায্যে শিক্ষা, সামাজিক বিচারব্যবস্থা, পরিবেশ ইত্যাদি নিয়েও কাজ করছেন তিনি।

ক্যালিফোর্নিয়ায় প্রাকৃতিক খাবার বিক্রির প্রতিষ্ঠান ‘তেরাভেরা’র সহপ্রতিষ্ঠাতা তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের অনলাইন টুলস তৈরি প্রতিষ্ঠান অ্যাচিভার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও কাজ করছেন পাওয়েল।

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী দ্য কাউন্সিল অব ফরেন রিলেশনসের চেয়ারম্যান হিসেবেও গত বছর দায়িত্ব পালন করা পাওয়েল কাজেরও একাধিক স্বীকৃতি পেয়েছেন।”

 

“নিজের বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) মাধ্যমে তিনি নারীদের উদ্বুদ্ধ করে যাচ্ছেন।

দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বছরব্যাপী নানা আয়োজনে মেয়েদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করতে চান ফারাহ। মনে করেন, প্রোগ্রামিং প্রতিযোগিতায় ওপরের দিকে মেয়েদের থাকাটাও জরুরি। কিংবা হতে পারে মোবাইল অ্যাপ তৈরি বা অন্য কিছু।’

আজকের উপলব্ধিতে নাগরিক ঐক্য [২৫.০৩.১৫]

 

নাগরিক ঐক্য #Nagorik

“জাতীয় প্রেসক্লাবে ‘স্বাধীনতার চেতনা: গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক সভার আয়োজন করে নাগরিক ঐক্য। 

গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কথায় কথায় রাষ্ট্রদোহিতার মামলা হচ্ছে। পটুয়াখালীতে নির্মমভাবে একজন সাংবাদিককে নির্যাতন করা হচ্ছে। 

সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের জ্যেষ্ঠ নেতা ফজলুল হক। আরও বক্তব্য দেন জাসদ-(রব)’র সাধারণ সম্পাদক আবদুল মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, নাগরিক ঐক্যের নেতা আবু বকর সিদ্দিক, শহিদুল্লাহ কায়সার, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসান প্রমুখ।”

Dhaka City Corporation

মাদকমুক্ত বাংলাদেশ  #StopDrugTrafficking  #Nagorik

International Relations

আজকের উপলব্ধিতে বাংলাদেশ [২৫.০৩.১৫]

রাজনীতি #Politics

রাজনৈতিক সংস্কার #PoliticalReform

সারাদেশ

 

 

 

“অনুষ্ঠিত সভায় বাংলাদেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ভারতসহ ১৫টি সদস্য ও পর্যবেক্ষক দেশ অংশগ্রহণ করে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ সভায় যোগ দেন।”

Bangladesh Navy

Bangladesh Navy

The World of Religion & Spirituality: A Starter Booklist For The Curious Mind

Eschatology / End Times / Second Coming

“Christ … will reign for a Thousand years.” (Book of Revelation)

“… He (Christ) ascended into heaven … He will come again in glory to judge the living and the dead, and His kingdom will have no end. … We look for the resurrection of the dead, and the life of the world to come.”

JesusSecondComing

More Books on Religion & Spirituality

Reading the following books, you might end up discovering something profound (e.g., ‘There is a spiritual world beyond our material universe’; ‘Life doesn’t end once we die, but our Consciousness live on’), something that would completely change you, your outlook towards life.
A note of caution: Do not assume each and every concept and idea presented in these books to be “absolute truths”.
Explore yourself. This list is a good starting point.

Dr. Michael Crichton, MD

[Dr. Michael Crichton, Physician by training, Harvard Doc; Author of Jurassic Park and The Lost World] 

Among other events from his life, Michael Crichton, a Scientist and once skeptic, describes how he discovered the existence of “Aura”, “Astral Plane” to be true and “Precognition” possible.

Again: Existence of “Aura”, “Astral Plane” is true; “Precognition“ is possible!

Karen Armstrong

Dr. Brian Weiss, MD 

Brian Weiss’ book includes some deep secrets, and a few beautiful truths.

“Our task is to become God-like through knowledge. We know so little.” (p. 46)

Dr. Deepak Chopra, MD 

Todd Burpo, Lynn Vincent

Mysticism

Sufism (Islamic Mysticism)

Kabbalah (Jewish Mysticism)

Meditation, Mindfulness & Positive Psychology 

The most important endowment humans are blessed with is “Consciousness”.
Being in control of Consciousness and directing it toward the right purpose is key to health, wealth and most importantly, happiness and satisfaction.
So anything that hampers the ability of being in control of our consciousness is harmful (e.g., drinking alcohol damages our ability of judgement).
And anything that aids us (e.g., Meditation, Mindfulness, Yoga, Deep breathing) is good and highly recommended.
Here are some Introductory Books for exploration.

America in Realization [03.24.15]

 

Politics: Election 2016

Presidential Election nominee Hillary Rodham Clinton

Presidential Election nominee Hillary Rodham Clinton

1. Working together (Executive Branch and the Legislature): People should “get out of the kind of very unproductive discussion, where people are just in their ideological bunkers, having arguments instead of trying to reach across those divides and have some solutions.”

2. Urban America.

3. Income inequality as a persistent problem.”

 

Empowering the Poor

Personally, I prefer the term “Poverty reduction” to “Tackling Income Inequality” – the later makes one feel as though the Government has to take money away from the rich (by burdening people with more Taxes) to take care of the poor.

The truth:

“There is more than enough for all of us – the rich, the poor and everyone in between. It’s all about getting all the “Systems” work better.”

 

Instances of “Systems”: Everything that comprises the Healthcare is a “System” – the “Healthcare System”.

 

I prefer “Poverty reduction” to “Tackling Income Inequality“, but the phrase I prefer most is “Empowering the Poor”. #EmpowermentOfPeople  #EmpoweringThePoor

 

How do you Empower the Poor?

By improving relevant “Systems”, so that the poor can afford Education and Training, Healthcare and Medicine, secure Jobs or start their own venture.

 

Poverty Reduction Initiative

Engineering & Sciences: Biotech & More

 

Engineering & Sciences: Biotech & More

[03.24.15]

 

Biotech Ventures

“The wider change is that biology is getting cheaper and easier to do.”