আজকের উপলব্ধিতে নাগরিক ঐক্য [০৪.০৫.১৫]

 

নাগরিক ঐক্য #Nagorik

saifujjaman chowdhury

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জানে আলম দোভাষ এবং বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডের(মিল্ক ভিটা) পরিচালক নাজিম উদ্দিন হায়দার। 

উপস্থিত ছিলেন পশ্চিম পটিয়া-কর্ণফুলী দুগ্ধ সমবায় সমিতির সভাপতি হারুন চৌধুরী নেভী, মোহাম্মদ খলিল আহমদ, ডাঃ মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ তৈয়ব মেয়র, আজিজুর রহমান পারভেজ প্রমুখ।”

 

নাগরিক ঐক্য #Nagorik

 

নাগরিক ঐক্য #Nagorik

mamun Rashid

“যদি ক্রমাগতভাবে উন্নয়নের নামে, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার নামে বিচারব্যবস্থা, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করে দেয়া হয়, আইনের শাসনের বিলপ্তি ঘটে, বিচারপ্রার্থী যদি কোন বিচার না পায় … অতিষ্ঠ হয়ে গেছে মানুষ।

ব্যাংকার ও বিশ্লেষক মামুন রশীদ বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক রাজনীতির অংশ।

গ্রামের সাধারণ মানুষ বিএনপি করে না কিন্তু আওয়ামী লীগকেও পছন্দ করে না”

তরুন প্রজন্ম #YouthEmpowerment

“উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহ‍ম্মদ জাফর ইকবাল উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।”

 

মানবাধিকার #HumanRights  #JusticeForAll

“২০১৪ সালে ১৩২৩টি মামলায় লিগ্যাল এইড দেওয়া হয়েছে।

১২৪১ জন ব্যক্তিকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

মোট ৯৮৬টি মামলার নিষ্পত্তি হয়েছে যা ছিল ২০১৩ সালের তুলনায় তিনগুণ

 

Business & Economics

 

বিদ্যুৎ খাত – Power & Energy

“ফার্নেস অয়েল ভিত্তিক ৫২.৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন

নির্মাণ করেছে সিনহা পিপলস এনার্জি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান”

munshiganj1 PowerPlant

“তেল ভিত্তিক (ফার্নেস ওয়েল) ৫২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন”

natore_power_plant__837227042

“পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো সামিট গ্রুপ ও জেনারেল ইলেক্ট্রিক কোম্পানির যৌথ উদ্যোগে স্থাপিত ‘সামিট বিবিয়ানা ২ পাওয়ার কোম্পানি লিমিটেড। জাতীয় গ্রিডে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে বিদ্যুৎ কেন্দ্রটি। হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত আরও ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে সরবরাহ করতে পারবে বলে জানা গেছে।

বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হয়েছে ৩১ কোটি মার্কিন ডলার। বিদ্যুৎ কেন্দ্রটি  স্থাপনে আর্থিক সহায়তা করেছে World Bank, ADB এবং IDB।

সামিট গ্রুপ বর্তমানে ন্যাশনাল গ্রিডে ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে যা বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১২ শতাংশ। বাংলাদেশের বিদ্যুৎ খাতে এর বিনিয়োগ ১২০ কোটি ডলার।”

 

“বাংলাদেশের ৭২ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুতের আওতায় চলে এসেছে।

বর্তমানে বাংলাদেশে উৎপাদন ক্ষমতা রয়েছে ১৩ হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ।

বর্তমানে ৯১টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে রয়েছে।”

 

Articles: বিদ্যুৎ খাত – Power & Energy

নির্মাণাধীন প্ল্যান্টগুলোর কাজ দ্রুত শেষ করতে হবে।

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর যন্ত্রপাতির সংস্কার করে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৫০% এর বেশি বাড়ানো সম্ভব

টেকনিক্যাল কাজগুলোতে বিদেশী Expertise এর উপর নির্ভরতা আমাদের কমাতে হবে।

প্রকল্প বাস্তবায়নে সক্ষম বাংলাদেশী Engineering Corporation আমি গড়ে তুলবো।

Nuclear Power Plant গড়ে তোলায় সক্ষম – বাংলাদেশী Engineering Corporation গড়ে তুলবো।

 

Reform & Development of Power Sector in Bangladesh – বিদ্যুৎ খাতের সংস্কার এবং উন্নয়ন [TahsinVersion2.com]

 

#TowardsCrimeFreeBangladesh

 

নারী অধিকার #WomenEmpowerment

 

মাদকমুক্ত বাংলাদেশ  #StopDrugTrafficking  #Nagorik

Charghat_bikolpe_bop_bg_441987652

 

Bangladesh Cricket Team

“সফরে ভারত তিনটি একদিনের ম্যাচ ও একটি টেস্ট খেলবে।

ভারতের পরই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এরপর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আসবে।”

“মাশরাফি বলেন, ‘আমরা খুব দ্রুতই র‌্যাংকিংয়ে উন্নতি করেছি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে আগামী সিরিজ গুলোতে ভালো করা।’”

 

Engineering & Innovation: Google

 

International Relations