Movements and Missions

30 Movements and Missions

1. # Empowerment Of People

2. # High Quality Education For All

3. # High Quality Health Care For All

4. # High Speed Internet For All

5. # Internet For Mass Collaboration 

6. # Entrepreneurship Development

7. # Finance And Banking For All

8. # Employment For All

9. # Mutual Trust And Cooperation Among Nations   # Bilateral International Relations

10. # Nuclear Weapon Free World

11. # Bio And Chemical Weapon Free World   # Eliminate Weapons Of Mass Destruction

12. # Lets Combat Climate Change

13. # Lets Build Nations

14. # Democracy For Nations

15. # Free Market Economy For Nations

16. # Ensure Ease Of Doing Business 

17. # Freedom Of Expression

18. # Empower The Poor

19. # Youth Empowerment

20. # Social Media For Societal Transformation

21. # Women Empowerment    # He For She   # Gender Equality

22. # Build Stronger Families

23. # Minority Rights

24. # Equal Dignity For All   # Justice For All   # Uphold Human Rights

25. # Stop Extremism Led Violence

26. # Say No To Corruption    # Financial Transparency

27. # Stop Organized Crime

28. # Stop Drug Trafficking

29. # Arms And Gun Control

30. # Stop Human Trafficking

# Nuclear Weapon Free World

First:

  • Iran (Elimination of Future Threats).

Next:

  • North Korea.
  • India and Pakistan: Bilateral agreements for gradual decrease in Nuclear arsenal.

Finally:

  • Agreement: United States, UK, France, China, Russia & Israel.

#RomanCatholicChurch

#Sufism :  Dawah Movement  Tablighi Jamaat

Important Links:

Latest From Business, Finance & Economics [02.25.15]

International Finance : Books & Reports by World Bank Group

 

Areas Of Expertise:

#Finance And Banking  #Economic Policy

#Development Economics  #Public Policy

 

World Bank: Reports

 

World Bank: Books

Sub-Saharan Africa

The Power of the Mine : A Transformative Opportunity for Sub-Saharan Africa [World Bank Group] :

 

East Asia

 

East Asia: Urbanization  #SmartCity  #Large Scale Engineering

#Construction, Transportation & Infrastructure Engineering

#Government Services

Around Sub-Saharan Africa: Building Nations

“Growing & Nurturing Young talents – capable of completing ‘Large Scale Engineering’ Projects themselves.

Work as fun as play!” 

#BuildingNations   #KingdomOfGod

 

Government Consulting & Services

  • Economic Policy
  • Financial Institutions & Policy Reform   #FinanceAndBanking
  • Democratic Institutions Reform
  • Development Planning  #DevelopmentEconomics
  • Market Structure
  • Education Reform
  • Law Enforcement & Judiciary.  #SayNoToCorruption

Large Scale Engineering

Loans, etc. [ #World Bank , other International Financial Institutions, etc.]

-> Large Scale Engineering

-> Education : Platforms & Services

and other Projects.

Educating Youth of every Nation

Development & Training (with a healthy dose of “inspiration”) the Youth ( #YouthEmpowerment ) – Young Engineers and other specialists from every Nation;

Growing and nurturing young talents – making them capable of completing “Large Scale Engineering” Projects themselves (Work as fun as play!).  #EmpoweringPeople  #YouthEmpowerment

  • Education: Institutions, Platforms, Tools.
  • Education: Leadership & Consulting.
    • Higher Education Leadership   #HigherEducationLeadership

 

Philanthropy:   #GatesFoundation

  • Healthcare
  • Finance
  • Education
  • Agriculture

America In Realization [01.25.15]

Politics

#Election2016

“Retired Neurosurgeon Builds Strong Iowa Organization”

Dr. Ben Carson discusses U.S. political climate in Austin, Texas. Mr. Carson is considering a 2016 Republican presidential run.

Dr. Ben Carson discusses U.S. political climate in Austin, Texas. Mr. Carson is considering a 2016 Republican presidential run.

 

International Relations – Foreign Policy – Diplomacy

US – India Relations

 

President Obama & Prime Minister Narendra Modi

President Obama & Prime Minister Narendra Modi

Re-Engineering US Healthcare System

#USHealthcare

After I start my work in California, one of the firsts in my agenda:

Starting work on Re-Engineering the US Healthcare System.

  • Proposing a new Economic Model for US Healthcare that is geared towards providing more incentives to reduce cost.

Current Economic Model: Insurance Market, Government Insurance etc.

Graphical Depiction of US Healthcare System [TahsinVersion2.com]

Healthcare Reform [TahsinVersion2.com]

The Development and Privay Concerns of “Wearable: Platforms & Services” [TahsinVersion2.com]

When Insurance Gets “Personalized” & “Predictable”, Reformulation of US National Policies & Laws, …..

Dealing with Healthcare Frauds.

  • Starting a Biotech Company.

Engineering Qualitatively better but still low cost Medical Gadgets, Drugs, Healthcare IT.

  • Providing Consultancy to US Healthcare Providers (Hospitals, Clinics, etc.)

Healthcare IT Services

Identification of Doctors’ strength and weaknesses and bringing about changes to Medical Education, Residency Programs and how Clinics operate.

Personal Notes On US Healthcare [1]

The Checklist Manifesto: How to Get Things Right – Atul Gawande, MD [Amazon]

Atul Gawande’s book shows – one way Human Experts (e.g., Physicians) and Organizations can deal with Complexity of Domain Expertise and provide better Service.

  • Preventive Medicine

Lifestyle changes through Wearables, etc.

Redesign of Microsoft Band and How “Wearables” Might Revolutionize US Healthcare [TahsinVersion2.com]

Re-Engineering US Healthcare System – Economic Impact

In 2011, US Healthcare spending was about $2.7 Trillion. Now, it’s more than $3 Trillion.

Implementing my plans would lead to savings of – anywhere from:

Several hundred Billion Dollars to more than 1 Trillion Dollars annually.

References

আজকের উপলব্ধিতে নাগরিক ঐক্য [১৪.০১.১৫]

আমাদের approach হবে যতটা Idealistic ঠিক ততটাই Strategic.

আমরা কৌশল (Strategy) প্রয়োগ করবো – আমাদের মূল আদর্শ (Ideals) গুলোর উপর পূর্ণ শ্রদ্ধা রেখে।

Large Scale Engineering

#LargeScaleEngineering

গণতান্ত্রিক প্রতিষ্ঠান  (Democratic Institutions) গুলোর সংস্কার – উন্নয়ন

6cffc-kamal

“চিঠিতে হাইকোর্টে বিচারক নিয়োগ, বিচার বিভাগ পৃথকীকরণে উচ্চ আদালতের রায় বাস্তবায়নে দেরি হওয়ায় নিম্ন আদালতের শূন্যপদ পূরণ, বদলি-পদোন্নতি, বেতন ও সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করেছেন তিনি।

চিঠিতে উচ্চ আদালতকে শক্তিশালী করতে এক বা একাধিক সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে কমিটি, হাইকোর্টের বিচারক নিয়োগ, নিম্ন আদালতে বিষয়ে বিধি প্রণয়ন, কোর্ট অব রেকর্ড সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো সম্পর্কিত আইনের অনুপস্থিতি, বরাদ্দ, স্টাফ ও নিম্ন আদালতের তত্ত্বাবধানের কথা উল্লেখ করেছেন তিনি। এসবের পেছনে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও আইনগত ঘাটতি রয়েছে বলেও মনে করেন তিনি।

বিচার বিভাগ পৃথকীকরণে উচ্চ আদালতের রায় বাস্তবায়নে দেরি হওয়ায় নিম্ন আদালতের শূন্যপদ পূরণ, বদলি-পদোন্নতি, বেতন ও সংশ্লিষ্ট বিষয়াদির কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

এসব বিষয়ে অবসরে যাওয়া এক বা একাধিক প্রধান বিচারপতিকে যুক্ত করে একটি কমিটি বা কমিশন গঠন এক্ষেত্রে কার্যকরি ভূমিকা রাখতে পারে বলেও চিঠিতে উল্লেখ করেন ড. কামাল।”

EC_secretary_bg_banglanews2_147752292

“এবছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেই দেশের নাগরিকদের অত্যাধুনিক জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড দেওয়া শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

এরই মধ্যে স্মার্ট কার্ড তৈরি জন্য ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে।

স্মার্ট কার্ড প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেহ এবং ওই  কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার ফন্টিনা নিজ নিজ পক্ষে ওই চুক্তিতে সই করেন।”

যুক্তরাষ্ট্রে কর্মরত কয়েকজন সফল বাংলাদেশী বিজ্ঞানী – ইঞ্জিনিয়ার

যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীদের Students Association 

Microsoft: Plans & Overall Direction

Microsoft Devices

  • Microsoft Surface (Laptop + Tablet)
  • Microsoft Phone [<= Nokia Phones]
  • Microsoft HoloLens
  • Microsoft Xbox One
  • Microsoft Kinect


Branding & Marketing

I would like to see Microsoft to be positioned as:

“Microsoft is a company that deeply cares for people.”




Windows Operating System

  • Seamless integration of touch version (“tile”) and desktop version of Windows.
    • Seamless Integration across Devices
    • Integration across Cloud-enabled Devices. [Cloud as an extended Hard-drive that “syncs” across devices]

Clue:

For now: 

Introduce “Folders” to arrange Apps and Files on “tile” version

Hierarchical => Folders inside Folders to arrange Files and apps [Consider, Windows’ Filesystem & Drives]

Make corresponding changes (Redesign) to the Windows’ Filesystem so that the Filesystem is more in tune with the UI;

which would lead to changes in File permissions, etc. [No more C Drive, D Drive, etc.]

Plans:
These are massive changes.

Possible Plan:  

Parallel Release of:

  • Windows 10 and
  • Windows “X” [which would be a completely new Windows redesigned from the ground-up]

Or, Windows 10, Windows Mobile: “Folders” on Tile. Later: Changes to the Filesystem.

These are patentable stuff! Worth $$$$$ …. (1 followed by lots & lots of zeros!) So, Shhhh ….!

 
“Brand Appeal”
One of the areas I shall work on is to bring the “Brand Appeal” back to Microsoft products (that Microsoft once enjoyed).
“Microsoft is cool!” or maybe “Microsoft is back!”
“Surface is simply sensational!”


 
Increase of “Brand Appeal” and excitement around Microsoft Products

    1. Microsoft leapfrogs Exxon to become second largest firm (BBC) 
“Energy giant Exxon has ceded its position as the world’s second-largest public company to tech firm Microsoft, after concerns about the falling price of oil drove its shares down.

Exxon’s shares traded at $94.90 midday on Friday, reducing the total value of all its shares, or market capitalisation, to $401.9bn (£256.7bn). Shares in Microsoft – which have been rising after a strong October earnings report – hit $49.81.
That gives it a value of $410.5bn.”

Plans and Targets: Microsoft

Microsoft Surface: 

  • Tablet Marketshare Target – Surpass iPad.
  • Introduce Lower cost and lighter (in weight) Version [“Surface Light”; besides “Surface Pro”]. Surface “Light” will be “Stylish”. It’s not going to be “just another cheap Laptop” and buyers would compare it with iPad and Mac. UI innovations in Windows 10.
  • The Keyboard: Urges you to create (Tablet / touch-only Devices – only for Media, Apps & Games consumption).
  • The pitching for Surface Pro: “Workplace Computer that you can carry around and use as a Tablet”.
  • One Surface – In place of:
    • One Laptop (Study; work) and
    • One Tablet (“Coolness factor”; Consumption of Media, Apps, Games).

 


Microsoft Cloud – Cloud  Marketshare – #1
  • Linux support is wise. More Languages (+ Scala), more Database (NoSQLs) options, more data processing features, more features.
  • Nurture Developers, Experts (more MVP like programs), Consultants – catalyze adoption of Cloud.

[I intend to build my Ventures’

  • Artificial Intelligence Platform
  • Education Platform
  • Healthcare Platform
  • “Real Object Programming” (ROP) Platform

on top of Microsoft Cloud.]

Enterprise Marketshare – Target: #1 (IBM, SAP, Oracle) 

  • Redesign Microsoft Dynamics, Sharepoint, SQL Server.
  • ERP
  • NoSQL Database.
  • Enter CAD / CAM Market (Autodesk). Scientific Computing Market (Wolfram).

[My Ventures would provide

  • “Management Science & Engineering” Services,
  • Government Services
    on top of Windows & Microsoft Enterprise Software,

besides building the Ventures’ own

  • Software and
  • Devices &
  • Smart Connected Products.

So, Microsoft Enterprise would play a vital role.]

Microsoft Phone – [Target: SmartPhone Marketshare – #2]
  • Lots of innovative features. Truly giving the customers the best Phone money can buy. Cortana is cool – make it cooler!
  • Target: Lure Developers to develop Apps.
    • Better Tools for App Development.
    • Increasing Market Share. More excitement.
Visual Studio and .NET.  
  • Innovations.
  • Target for C#: Surpass Objective-C in popularity.
  • Establish as a cross platform app development platform. Write once in C# / F#, run on Windows, iOS and Android. (Xamarin, etc.)
  • Visual Studio, .NET on Linux, Mac (Mono, etc.) (Open Source)
  • F#: Data processing, Concurrent programming, Scripting, quick development / Rapid prototyping (An alternative to Python, JavaScript, Ruby), REPL.
  • Scala on .NET
  • JavaScript on .NET
  • Python on .NET. [Support -> IronPython] 
    • Goal: Attracting Millennials to .NET. 

Microsoft Browser (IE)

  • Support Standardized HTML5 features.

Microsoft Book



Microsoft Band & Microsoft Health 

Xbox One
  • Push Educational Games.


Microsoft Kinect
 

Hiring Plans

Hire a great Product Designer / Industrial Designer.
Message @Gates & @Nadella: Look for someone like Jonathan Ive.

Approach to Product Design:

  • To Designers: This is what the product is going to look like (e.g., come up with designs for “Folders on Windows Tiles”).
    • This is the list of features – the product is going to have.
    • These are the Technological possibilities, limits, constraints (Examples: Filesystem, Graphics Processing Limits, etc.). 
    • This list contains everything – Consumers / People look for.
  • To Designers: I want you to collaborate with other Designers and come up with lots of alternative designs. 
  • I will make the final design choices – from all of the alternative designs – taking all the factors into consideration.]

Overall Directions

Satya Nadella, being young (and upto date) – is focused on bringing ideas that are currently appreciated and successful in the Industry (even if the ideas are not as widespread and strictly followed at Microsoft)

  • Cloud first, Mobile first
  • Competing by quickly bringing products to Market and following up with quick iterations.


[Remarks : Following up with quick updates gets more significant in a “Mobile first, Cloud first” world – where you can push updates whenever you want.]

  • Data-driven Marketing and Data-driven Software Engineering process improvement 
  • Focused on “Platforms and Services” [Change from Ballmer’s focus on “Devices and Services”]

[Remarks: My preference – Devices, Platforms & Services]

I shall work on: 

  • Software development language / component, process, tools improvement => improvements in productivity, reliability, maintainability.
Steve Ballmer
Hanged onto – Windows and Office (even by sacrificing some of the areas where Microsoft could have dominated – Smartphone, Touchscreens)
Started and established:
  • Business Division; Cloud; Skype; Server; SQL Server;
  • X-Box  and Gaming
  • .NET & Visual Studio

References

Notes On Jesus Christ

Parallels:

  • Jesus emphasized on “inner life” – being “internally pure”. This is where he differs from other Jewish prophets. Whereas Moses taught us to follow ten commandments in our deeds, Jesus instructed us to follow them in our heart.
  • Challenged orthodox religious views of his time.
  • Jesus was a miracle worker.
  • Emphasis on Faith. Confidence. Matthew 17:20 : He replied, “Because you have so little faith. Truly I tell you, if you have faith as small as a mustard seed, you can say to this mountain, ‘Move from here to there,’ and it will move. Nothing will be impossible for you.”
  • Jesus had to face the devil – after baptizing and before he started his work (It was a learning experience for him).
  • Started ministerial work around age 26 – 30.
  • Jesus died on a Friday.
  • Largest number of followers.
  • Jesus said:

“All power is given unto me in Heaven and Earth” (Matthew 28:18)

Excerpts from John 10:

11 “I am the good shepherd. The good shepherd lays down his life for the sheep.
Therefore Jesus said again, “Very truly I tell you, I am the gate for the sheep. All who have come before me … the sheep have not listened to them.The one who enters by the gate is the shepherd of the sheep.
[Interpretation: Jesus referring to the beginning and end of time]:
The gatekeeper opens the gate for him, and the sheep listen to his voice. He calls his own sheep by name and leads them out.When he has brought out all his own, he goes on ahead of them, and his sheep follow him because they know his voice.
No one expected that Jesus, in His “Second Coming”, would be born as the “Greatest Genius of All Time”. 


But: 

  • Knowledge is a virtue of God. Knowledge is required – to create a world or rule over a world.  
  • What made Adam superior to Angels was His knowledge.
  • And:

A woman speaking from in-between-life state:

“Our task is to become God-like through knowledge. We know so little.”

From: Many Lives, Many Masters: The True Story of a Prominent Psychiatrist, His Young Patient, and the Past-Life Therapy That Changed Both Their Lives by Brian L. Weiss, MD (Amazon) (p. 46)


 

Second Coming of Christ

Mark 13: 8, 19, 26 -27:

8 Nation will rise against nation, and kingdom against kingdom. There will be earthquakes in various places, and famines …19 because those will be days of distress unequaled from the beginning, when God created the world, until now—and never to be equaled again.

26 “At that time people will see the Son of Man coming in clouds with great power and glory. 27 And he will send his angels and gather his elect from the four winds, from the ends of the earth to the ends of the heavens.

 

Matthew 25 : 31 – 43:

31 “When the Son of Man comes in his glory, and all the angels with him, he will sit on his glorious throne. 32 All the nations will be gathered before him, and he will separate the people one from another as a shepherd separates the sheep from the goats ..

34 “Then the King will say to those on his right, ‘Come, you who are blessed by my Father; take your inheritance, the kingdom prepared for you since the creation of the world. 35 For I was hungry and you gave me something to eat, I was thirsty and you gave me something to drink, .. 37 “Then the righteous will answer him, ‘Lord, when did we see you hungry and feed you? …. 40 “The King will reply, ‘Truly I tell you, whatever you did for one of the least of these brothers and sisters of mine, you did for me.’

41 “Then he will say to those on his left, ‘Depart from me, you who are cursed, into the eternal fire prepared for the devil and his angels. 42 For I was hungry and you gave me nothing to eat, I was thirsty and you gave me nothing to drink.’

Resurrection of Jesus

“If the resurrection (of Jesus) never happened, Christianity as a religion would never have existed.”

Religions other than Christianity do not believe (or doubt) resurrection of Jesus after Crucifixion.
Jesus was supposed to fulfill a set of promises to be considered “the Messiah” (Jewish Bible) – some of which Jesus didn’t fulfill in his (first) lifetime.
If the resurrection never happen, even his Apostles (closest companions) would have doubted the claim that Jesus was the true Messiah. (The apostles were clearly doubtful after Jesus was crucified.)

And if the Apostles didn’t believe Jesus to be the true Messiah, then Christianity as a religion would never have existed.
It’s the Apostles who preached Jesus’s saying (Gospels of Bible) and established the Church (in spite of being persecuted). Without Apostles, you can’t think of Christianity and without resurrection – you can’t think of Apostle’s belief in Jesus Christ.
It’s only after His “resurrection after death” – that the Apostles truly believed that Jesus was the promised Messiah and started to preach Jesus’s teachings – The Gospels.




References

Significance of Resurrection: 

Jesus is more than a Man” and

“Jesus is always with us”

We have logically derived that, the Resurrection of Jesus really took place.

What follows from this event? What is the significance of Resurrection of Jesus?

When Jesus was born into this World in Bethlehem, he was born as a “Man”.

When Jesus was crucified, He laid down His life as a “Man”.

But when Jesus came back (resurrection), it wasn’t His body; rather it was His “Spirit”.

No other Prophet or Saint returned and lived on Earth “as a Spirit”.

Let us suppose that God makes all the plans of what happens on Earth.

What does God want us to understand from Jesus’s resurrection and coming back to Earth “as a Spirit”?

God wants us to understand that, Jesus was more than a “Man”; that,

Jesus is always with us.

This makes the task of understanding the verses of “Book of Revelation” [1] easier. 

Jesus Christ – “The Commander of all the Rulers on Earth” (Book of Revelation)

 

What Do The “Parables of Jesus” Signify: Jesus wanted to change people by heart

Jesus explained his teachings through parables.
Why?
 
If one instructs people to do certain things and abstain from others, people might not listen – unless by force.
A King can make sure people do what he wishes by force.
But Jesus always emphasized on inner purity Jesus wanted to change people’s behavior by changing their Heart.
Whereas Moses taught us to to follow “The Ten Commandments” in our deeds, Jesus taught us to follow them in our hearts – not just to abstain from sins, but not even think of sins.
 
To make sure people listen to what one says and change their hearts, one has to appeal to their emotions.
People intently listen to stories.
And that’s what Jesus did.
 
This pattern of “teaching through stories” – appears in History. We all know of Aesop’s fables and the morals those stories contained.

Jesus wanted to appeal to and change people by heart.

[Updated: 03.06.15, Friday]

A Comparative Study Of Eschatology Of Major World Religions

Islam

  • Eschatology figures: Jesus, Imam Mahdi and Dajjal.
  • Allah’s Apostle said, “The Hour will not be established until the son of Maryam (Jesus) descends amongst you as a just ruler …. Wealth will be in abundance so that nobody will accept it.” [1]
  • When the Mahdi appears, Allah will cause such power of vision and hearing to be manifested in believers that the Mahdi will call to the whole world from where he is, with no postman involved, and they will hear and even see him. [2]

[The remarkable aspect: this was said some 1400 years ago in a place where houses were surrounded by deserts all around. Compare the place and time with our modern day society full of advanced Information & Communication Technologies.]

  • The Messenger of Allah say: “The Mahdi is of my lineage and family”. [2]  
 
 

Christianity

  • Eschatology figures: Jesus (Second coming).

 

 

Buddhism, Tibetan Buddhism

  • Eschatology figure:

Maitreya: A “Buddha” of the world. “World Teacher” [4].

  • One mention of the prophecy of Maitreya is in the Sanskrit text, the Maitreyavyākaraṇa (The Prophecy of Maitreya). It implies that he is a teacher of meditative trance sadhana and states that gods, men and other beings:

“will lose their doubts, and the torrents of their cravings will be cut off: free from all misery they will manage to cross the ocean of becoming; and, as a result of Maitreya’s teachings, they will lead a holy life. No longer will they regard anything as their own, they will have no possession, no gold or silver, no home, no relatives! But they will lead the holy life of oneness under Maitreya’s guidance. They will have torn the net of the passions, they will manage to enter into trances, and theirs will be an abundance of joy and happiness, for they will lead a holy life under Maitreya’s guidance.” (Trans. in Conze 1959:241) [4]

 
 

Hinduism

    • Eschatology figure: Kalki (meaning ‘Eternity,’ ‘White Horse,’ or ‘Destroyer of Filth’). 
    • “Kalki” will usher in Satya Yuga.

“At the end of Kali Yuga, when there exist no topics on the subject of God, even at the residences of so-called saints and respectable gentlemen, and when the power of government is transferred to the hands of ministers elected from the evil men, and when nothing is known of the techniques of sacrifice, even by word, at that time the Lord will appear as the supreme chastiser.”

– Bhagavata Purana, 2.7.38 [5]

References

Notes On "Establishment Of Democracy In Oman" [Unofficial Post]

Notes On “Establishment Of Democracy In Oman” [Unofficial Post]

How can Oman establish Democracy in the country
  • A new Constitution that preserves and upholds Oman’s values, religious values, history and culture
  • Determination of the form of Democracy :
Ensuring “Checks and balances” and at the same time Preventing “Gridlocks” among
    • Executive Division 
    • Legislative Division 
    • Judiciary Division
Balance of power among:
    • State Government 
    • Local Governments
  • A new form of Government for the 21st Century with emphasis on – Citizen participation in Government decision making – enabled by the Internet, Web, Information & Communication Technologies
  • Formation of a Committee – oversees –
    • Constitution and 
    • Structure of Government

– making unanimous decisions (e.g., Presidential or Parliamentary form of Government?) in every step of the process. The Committee includes representatives from every part, tribes and groups of Oman.

  • Establishment of Democratic Institutions:
    • Parliament, Judiciary Reform, Election Commission, Anti-corruption Commission, Central Bank (Reform?) , ….
  • Spreading of “Democratic Awareness”, “Democratic Values” among people
  • Formation of political parties
  • Finally:
A free and fair election and transfer of power to the winning party.
  • Creating “Systems” that work – perfectly – permanently – even when I am not overseeing’
Currently, I am poking around (ranging from Bangladesh and Burma to Mexico and Microsoft) – trying to solve problems, trying to get things done in a better way.
Next, I shall build “Systems”– so that everything works perfectly permanently – even if I am not overseeing / even in my absence.”
Links
Study
Democracy was the most successful political idea of the 20th century. Why has it run into trouble, and what can be done to revive it?
[The last thing you want is – your “Financial System” to collapse. Remember 2007 – 08 Recession?]

Link: 

Organizations & Institutions: Government, Industry, Academia, Religious, Financial & International

Organizations

Government

  • Canada
  • Mexico
  • United Kingdom (UK)
  • France 
  • Germany
  • Ireland
  • Switzerland
  • Austria
  • Sweden
  • Australia
  • Italy
  • Romania
  • Azerbaijan
  • Ukraine
  • Greece
  • Israel
  • South Africa
  • Japan
  • China
  • South Korea
  • Singapore
  • Saudi Arabia
  • United Arab Emirates (UAE)
  • Iran
  • Turkey
  • Kazakhstan
  • Argentina
  • India
  • Thailand
  • Malaysia
  • Myanmar (Burma)

Industry

  1. Microsoft Corporation
  2. Alphabet Inc / Google
  3. Apple Inc 
  4. International Business Machines (IBM) Corporation
  5. Oracle Corporation
  6. HP Inc
  7. Hewlett Packard Enterprise Company
  8. Dell Technologies. Dell EMC
  9. Intel Corporation
  10. Nokia Corporation. Nokia Bell Labs. Alcatel-Lucent
  11. General Electric (GE)
  12. General Motors (GM) Company
  13. Boeing Company
  14. Walt Disney Company

Other Links

Industry: 

  • Airline. [Aeronautics & Astronautics].
  • [High Speed Train] [Metro Rail]
  • Engineering: Software. Embedded Systems & IoT. Telecommunications & Networking.
  • Engineering: Shipbuilding. [Auto – Car Manufacturing].
  • Engineering: Electronics & Home Appliances. Biomedical Devices & Electronics. Electronic & Photonic Science. Power & Energy. Renewables. [Nuclear Power Plant].
  • Engineering: Mechanics & Machines. Industrial Machinery. Agricultural Machinery. Auto, Ship, Aircraft Machinery & Electronic Systems. Naval Engineering.
  • Engineering: Food processing. Food & Beverage.
  • Engineering: Agro-processing. Agricultural Machinery & Biotech. Agriculture: Agricultural Training & Supply. Knowledge & Technology Transfer (to Rural farmers). Web Platform as “Middleman”.
    • Agro-processing: Jute. Cotton.
  • Pharmaceuticals. Biomedical Devices & ElectronicsTelemedicine. Biotech & Genetic Engineering.
  • Engineering: Chemicals. Materials. Plastics. Ceramics.
  • Engineering: Mining. Petroleum. Petroleum Products. Oil Refinery.
  • Engineering: Structural Engineering & Architectural Consulting.
  • Engineering: Construction. Urban Engineering: Water, Electricity, Gas. Tunnels & Bridges. Lighting & Traffic guidance System. Water System. [Sea Port, Airport Construction]
  • Real Estate
  • Retail. Shopping Mall & Supermarket.
  • Tourism – “Beautiful Bangladesh” 
  • Hotels and Resorts
  • Industrial Design
  • Animation Studio
  • [Theme Parks & Resorts]
  • Media:
    • TV Channel. Online Radio.
    • Online Media: Websites & Mobile Apps. 
    • Print Media: Newspaper, Magazines, Journals.
  • E-Commerce. Logistics. #EntrepreneurshipDevelopment
  • Bank
  • FinTech – Financial Technology.
  • International Money Transfer.
  • Venture Capital Firm #FinanceAndBankingForAll
  • Management & Technology Consulting. Industrial Engineering. Big Data & Business Intelligence (BI). Enterprise Software.
  • Advertising & Marketing (Online, TV, Print).
  • Investment Banking. Foreign Investment Management. Economic Analysis. Financial Services. Consulting to Financial Institutions.
  • Export. International Logistics. Retail.
  • Textile & Garment Industry: Marketing & Selling. Shipment. International Logistics. Retail. Structural Engineering & Safety. Textile Machinery. Agro-processing: Cotton. 
  • Education: 
    • Institutions. Education Tools (Lab Equipment) & Technologies. 
    • Educational Platforms:
      • Courses & Forum. E-Book Platform. Problem Solving & Ranklist. Seminar & Competitions. 
      • Web-based Platform for Private Universities, Medical Colleges, Schools, Industry – Professional Training & Development. E-Library.
  • Book Retail. Publishing House: Low Price Editions. Non-fiction Translations. Non-fiction / Educational / Textbooks by Bangladeshi Authors. Journals & Magazines. E-Books; Multimedia; Interactive Contents. Expansions: India; South Asia; South-east Asia.
  • Healthcare [Medical Tourism] [Rural Population].
  • Micro-credit. #FinanceAndBankingForAll
  • Foundation (Philanthropy)



Philanthropy

  • Foundation



Academia

  • Massachusetts Institute of Technology (MIT)
  • Harvard University
  • California Institute of Technology
  • University of Oxford
  • King Abdullah University of Science & Technology (KAUST)
  • North South University (NSU)

Work

  • Research Papers; Patents; Books.

 
Religion / Spiritual

  • Roman Catholic Church
  • Eastern Orthodox Church
  • Sufism
  • Tibetan Buddhism
  • Shiite


International / Transnational

  • United Nations (UN)
  • European Union (EU)

International Financial Institutions

  • World Bank
  • International Monetary Fund (IMF)

নাগরিক শক্তিঃ সংগঠন

দলের নাম: নাগরিক শক্তি

প্রতীক: বই

মূলমন্ত্র: “জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ”

মূলনীতি

1. সবকিছুর উপর জাতীয় স্বার্থ

2. মুক্তিযুদ্ধের চেতনা

3. জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে সবার একতা, সবার স্বার্থ সংরক্ষণ; সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে সবাই ঐক্যবদ্ধ

4. গণতন্ত্রমনা – দলের প্রতিটি কর্মকাণ্ডে জনগণের মতামত, আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, জবাবদিহিতা নিশ্চিত করা হবে

5. সকল অন্যায়, অপকর্ম, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান

সাংগঠনিক কাঠামো

প্রেসিডেন্ট

এক্সিকিউটিভ প্রেসিডেন্ট

ভাইস প্রেসিডেন্ট – ৮ জন

জেনেরাল সেক্রেটারি এবং কো-জেনেরাল সেক্রেটারি – ২ জন

জয়েন্ট জেনেরাল সেক্রেটারি – ১২ জন (আরও কয়েকজন যুক্ত হবেন)



দলে সিধান্ত নিতে গণতন্ত্রের চর্চা থাকবে। গুরুত্বপূর্ণ ব্যাপারে প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনেরাল সেক্রেটারি এবং কো-জেনেরাল সেক্রেটারি – এর মতামতের ভিত্তিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্ত গৃহীত হবে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এর অনুপস্থিতিতে (ফিসিকালি বা ডিজিটালি) এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এর অনুপস্থিতিতে (ফিসিকালি বা ডিজিটালি) প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত অ্যাক্টিং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এর সিদ্ধান্ত গৃহীত হবে।

সেক্রেটারিয়েট – Secretariat

জেনেরাল সেক্রেটারি, কো-জেনেরাল সেক্রেটারি এবং জয়েন্ট জেনেরাল সেক্রেটারি এর দায়িত্বে যারা থাকবেন তারা পুরো দলটিকে গোছাবেন। দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

Energetic, enthusiastic (স্বপ্নের বাংলাদেশ, দল গড়ে তোলা এসব ব্যাপারে অনেক enthusiasm; আমরা visionary ব্যক্তিদের দেখতে চাই), সবার সাথে ভাল সম্পর্ক – রিপ্রেসেন্টেটিভ হিসেবে সবাই মেনে নেবেন, convince করার ক্ষমতা ভাল, অতীতে কোন সংগঠনকে কাছ থেকে দেখেছেন, এমন বেক্তিরা স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জনগণকে সংগঠিত করার দায়িত্ব নিয়ে নাগরিক শক্তির সেক্রেটারিয়েটের সাথে যুক্ত হবেন।

গীতা সেনদের, দরিদ্র রিকশাচালকদের, বঞ্চিত স্রমিকদের, অসহায় কৃষকদের, কতিপয় দুর্নীতিবাজের কারসাজির কাছে সর্বস্ব হারানো শেয়ার বাজারে বিনিয়োগকারিদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। নীরব সংখ্যাগরিষ্ঠ তথা সাইলেন্ট মেজরিটি কে সংগঠিত করতে হবে।

কেউ বিরোধিতা করলে সবাই পাল্টা aggressive হয়ে আরও দূরে সরিয়ে দেয়। আমরা করবো উল্টো – তাকে আরও ভালমত বোঝার চেষ্টা করবো – তার কি কি ভুল ধারণা আছে বোঝার চেষ্টা করবো। প্রথমে যেসব ব্যাপারে একমত সেসব ব্যাপার দিয়ে এক হব। তারপর দূরত্বের ব্যাপারগুলো। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে – নিজের সব ধারণা ঠিক নাও হতে পারে – অন্যের যুক্তিযুক্ত মতামত গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। অপরের চোখ দিয়ে অপরের দৃষ্টিভঙ্গি থেকে দেখার গুনটি চর্চা করতে হবে।

আমরা যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন করে তাদের মন জয় করবো। এতে তাদের কাজে উৎসাহও বাড়বে।

জয়েন্ট জেনেরাল সেক্রেটারি নিয়োগ

  • বিজনেস পারসোনালিটি (ব্যবসায়িদের প্রতিনিধি) – ২ জন (একজন সিনিয়র জয়েন্ট জেনেরাল সেক্রেটারি)
  • নারী প্রতিনিধি – ১ জন 
  • জাতিগত এবং ধর্মীয় জনগোষ্ঠীদের প্রতিনিধি – ২ জন (১ জন পাহাড়ি জাতি গোষ্ঠীদের প্রতিনিধিত্ব করবেন, অপরজন সনাতনী এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করবেন) 
  • তরুণদের এবং যুব সমাজকে সংগঠিত করার অভিজ্ঞতা আছে, করছেন; দেশের কল্যাণে কাজ করছেন, আরও করতে ইচ্ছুক – ১ জন 
  • দেশের স্বার্থ রক্ষায়, দেশের সম্পদ রক্ষায় জনগণকে সংগঠিত করছেন – ১ জন
  • আদর্শ গ্রামীণ কৃষক, কৃষক সমাজের প্রতিনিধি – ১ জন 

জেনেরাল সেক্রেটারি সাহেব কো-জেনেরাল সেক্রেটারি সাহেবদের পরামর্শের ভিত্তিতে প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট সাহেবের এর অনুমোদন সাপেক্ষে নিয়োগ দেবেন।

স্বপ্ন নিয়ে, enthusiasm নিয়ে যারা দলের সাথে যুক্ত হতে চান প্রত্যেকে যাতে দলে পদ নিয়ে (হতে পারে গ্রাম বা মফস্বল পর্যায়ে জয়েন্ট সেক্রেটারি বা মেম্বার) যুক্ত হতে পারেন তা নিশ্চিত করা হবে। এতে সবার উৎসাহ বাড়বে। প্রতিটি কর্মকান্ডে আমাদের মনে রাখতে হবে আমরা জনগণের দল। নাগরিক শক্তির প্রত্যেক স্থানীয় মেম্বার গুরুত্বপূর্ণ। প্রত্যেকের দলের প্রতি আনুগত্য থাকবে। দলের প্রত্যেক নেতা এবং সদস্য নাগরিক শক্তির মূলনীতিগুলোর উপর আস্থা এবং বিশ্বাস রাখবেন। প্রত্যেকের দায়িত্ব হবে নিজের এলাকায়, পরিচিতদের মাঝে নাগরিক শক্তিকে ছড়িয়ে দেওয়া।

ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড় – এটি প্রতিষ্ঠিত হবে। আমাদের ক্ষেত্রে কোন নেতার চেয়ে “নাগরিক শক্তি” বড় এবং “নাগরিক শক্তি”র চেয়ে বাংলাদেশ বড়।

দলের প্রতিটি পর্যায়ে ক্ষমতার ভারসাম্য থাকবে। দলে গুরুত্বপূর্ণ পদে থাকা প্রত্যেকের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে।

সবার কাজ কেন্দ্রিয়ভাবে সমন্বয় করা হবে – নেটওয়ার্ক ম্যাপ করা (আমাদের নেটওয়ার্কে কারা আছেন, কিভাবে বাড়ানো যায়), দায়িত্ব ভাগ করে দেওয়া। [1]

নাগরিক শক্তি হবে জনগণের দল। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেব। তৃনমূল পর্যায় থেকে নেতৃত্ব গড়ে উঠবে এবং কাউকে নেতা হতে হলে জনগণের কাছে মান্ডেট নিয়ে, জনগণের মন জয় করে নেতা হয়ে উঠতে হবে – নেতারা হবেন আক্ষরিক অর্থেই জনগণের প্রতিনিধি।

নাগরিক শক্তির নেতা কর্মীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন, স্নেহের বন্ধন, ভালবাসা এবং স্রদ্ধার বন্ধন থাকবে। নাগরিক শক্তি হবে একটা কমিউনিটির মত।

জনগণের আশা আকাঙ্খা সমস্যা প্রত্যাশা লিপিবদ্ধ করতে হবে। আমরা এ লক্ষ্যে নিজস্ব ডেটাবেইস গড়ে তুলব। ডেটাবেইসে বাংলাদেশ বিষয়ক সব তথ্য, জনগণের আশা আকাঙ্খা সমস্যা মতামত, বিভিন্ন সার্ভেই রেসাল্ট, আমাদের বিভিন্ন নেটওয়ার্ক, প্রতিটি নির্বাচনী এলাকায় দলীয় অবস্থান, প্রার্থীর অবস্থান ইত্যাদি থাকবে। এসব ডেটা এর উপর ডেটা অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হবে, সার্চ করার বাবস্থা থাকবে।

নাগরিক শক্তি জনগণের অন্তর্নিহিত শক্তিতে বিশ্বাসী দল। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাঝে যে বিশাল অন্তর্নিহিত শক্তি লুকিয়ে আছে নাগরিক শক্তি তাকে জাগ্রত করবে।

নাগরিক শক্তির গ্র্যান্ড ভিশনঃ সারা দেশের ১৬ কোটি বাংলাদেশীকে ঐক্যবদ্ধ করা।




ন্যাশনাল কাউন্সিল – National Council

রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত বেক্তিরা, দেশের নাগরিক সমাজের সদস্যরা যারা দেশের জন্য, জনগণের জন্য, দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কাজ করবেন, তারা Member of National Council এবং Associate of National Council হিসেবে যুক্ত হবেন।

ন্যাশনাল কাউন্সিলের Members এবং Associates এর দায়িত্বে যারা থাকবেন তারা নিজ নিজ জেলা সংগঠনের দায়িত্বও পালন করবেন।



অ্যাডভাইসারি কাউন্সিল – Advisory Council

সামাজিকভাবে প্রতিষ্ঠিত সম্মানিত বেক্তিরা, দেশের নাগরিক সমাজের সদস্যরা যারা দেশ গঠনে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখতে ইচ্ছুক এবং দলকে সঠিক পরামর্শ দিয়ে দলের পাশে থাকতে চান, তারা Advisory CouncilAdviser হিসেবে যুক্ত হবেন।

National Council এর Members, Associates এবং Advisory Council এর Advisers রা প্রত্যেকে নিজ নিজ দক্ষতা অনুযায়ী, নিজের পছন্দ অনুসারে কাজের ক্ষেত্র বেছে নেবেন। এতে কাজের ফোকাস থাকবে, কর্মপরিকল্পনা থাকবে। দল এ ব্যাপারে সর্বাত্মক সহায়তা করবে।



জনকল্যাণের প্ল্যাটফর্ম হিসেবে নাগরিক শক্তি

নাগরিক শক্তি জনকল্যাণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

নাগরিক শক্তি দেশের তরুণদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম গড়ে দেবে। এ লক্ষ্যে নাগরিক শক্তি দেশের নাগরিক সমাজ ও ব্যবসায়ী সমাজ এবং তরুণদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

নাগরিক শক্তির সাথে যুক্ত যে কেউ এক একটা জনকল্যাণমূলক উদ্যোগ লক্ষ্য হিসেবে নিয়ে কেন্দ্রকে জানাতে পারেন। দেশের জন্য কল্যাণকর মনে হলে কেন্দ্র থেকে সব ধরণের সহায়তা করা হবে। নাগরিক শক্তির নেটওয়ার্ক ব্যবহার করে দেশের প্রতিটা অঞ্চলে পৌঁছা যাবে।

কেউ লক্ষ্য হিসেবে নেবেন দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে কোন একটা প্রকল্প – হতে পারে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানো। কেউ একটি এলাকার নারী অধিকার নিয়ে কাজ করবেন। কেউ যৌতুক প্রথার বিরুদ্ধে দেশব্যাপী গণসচেতনতা সৃষ্টি করবেন – সারা দেশের মানুষ তার সাথে যোগ দেবেন। সনাতনী ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য জনগণকে সংগঠিত করবেন কেউ। কেউ তরুণ উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত করে নাগরিক শক্তির সহায়তায় সমাধানে কাজ করবেন। শিল্প বিকাশের পথে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে নাগরিক শক্তির পুরো নেটওয়ার্ক ব্যবহার করবেন কোন শিল্প ব্যবসায়ী।

পুরো লক্ষ্যটাকে নাগরিক শক্তির পক্ষ থেকে কয়েক ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হবে। অগ্রগতি নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা করা হবে। সমস্যা, বাঁধাগুলো চিহ্নিত করা হবে এবং সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

তরুণ নেতৃত্ব

তরুণরাই নাগরিক শক্তির প্রাণ।

তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ নির্বাচনগুলোকে সামনে রেখে জনগণের প্রতিনিধি হিসেবে জনকল্যাণমূলক রাজনীতি করার লক্ষ্যে গড়ে তোলা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সৎ, জনপ্রিয়, মেধাবী, যোগ্য কয়েকজন তরুণ-তরুণীকে আগামী সংসদ নির্বাচনে নাগরিক শক্তির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে।

দলে তরুণদের উপযুক্ত দায়িত্ব দেওয়া হবে। জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্তকরণের পাশাপাশি পাবলিক রিলেশান্সঃ সোশ্যাল মিডিয়া, যোগাযোগ প্রযুক্তি মাধ্যম (বাংলাদেশের প্রেক্ষাপটে মূলত সেলফোন প্রযুক্তি), প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া; সারভেয়িং; বিভিন্ন কর্মসূচী ইত্যাদি।

তরুণরা সকল অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষের চাওয়া পাওয়া তুলে ধরবেন।

আমরা চাই তরুণ তরুণীরা নতুন নতুন আইডিয়া, সৃজনশীল কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে আসুক।




স্বচ্ছতা – ট্রান্সপারেন্সি

দলের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা থাকবে। দলের আয় বায়ের হিসাব (ফান্ড রেইজিং এর হিসাবসহ) নির্দিষ্ট সময় অন্তর জনসমক্ষে প্রকাশ করা হবে

ট্রেসারার হিসেবে একজন গ্রহণযোগ্য বেক্তিকে দায়িত্ব দেওয়া হবে এবং তিনি দলের স্বচ্ছতা নিশ্চিত করবেন।


পার্টি উইংগস – দলীয় অঙ্গসংগঠন

এসব পার্টি উইংগস এর শীর্ষপদধারীরা সেক্রেটারিয়েটের মাধ্যমে দলের সাথে যুক্ত হবেন

  • নাগরিক তরুণ শক্তি
  • নাগরিক নারী শক্তি
  • নাগরিক কৃষক শক্তি
  • নাগরিক শ্রমিক শক্তি
  • নাগরিক ছাত্র শক্তি
  • নাগরিক ওলামা শক্তি
  • নাগরিক পাহাড়ি শক্তি
  • নাগরিক হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য শক্তি
  • নাগরিক গণজাগরণ মঞ্চ
  • নাগরিক উদ্যোক্তা ও বিনিয়োগকারি শক্তি
  • নাগরিক প্রবাসী কর্মী শক্তি 
উৎসাহী এবং যোগ্য হলে একই ব্যক্তি একাধিক পার্টি উইংগস এর সদস্য হতে পারেন। সবার মাঝে যত বেশি ইন্টারেকশান হবে তত ভাল।  

এসব পার্টি উইংগস এর শীর্ষপদধারীরা ন্যাশনাল কাউন্সিলের মাধ্যমে দলের সাথে যুক্ত হবেন
  • নাগরিক মুক্তিযোদ্ধা শক্তি
  • নাগরিক শিল্প ব্যবসায়ি শক্তি
  • নাগরিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ি শক্তি
  • নাগরিক আইনজীবী শক্তি
  • নাগরিক চিকিৎসক শক্তি
  • নাগরিক প্রকৌশলী শক্তি
  • নাগরিক সাংবাদিক শক্তি
সারা দেশের আইনজীবীদের সংগঠিত করার কাজ শুরু করতে হবে। একইভাবে সারা দেশের চিকিৎসকদের, প্রকৌশলীদের, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িদের, উদ্যোক্তাদের মাঝে নেটওয়ার্ক গড়ে তুলে সংগঠিত করতে হবে।

অ্যাডভাইসারি কাউন্সিলের মাধ্যমে দলের সাথে যুক্ত হবেনঃ:
  • নাগরিক অর্থনীতি ফোরাম 
  • নাগরিক বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষা ফোরাম
  • নাগরিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফোরাম
  • নাগরিক সামাজিক ব্যবসা ফোরাম
  • নাগরিক কৃষি ফোরাম
  • নাগরিক নগর পরিকল্পনা ফোরাম 
  • নাগরিক জাতীয় সম্পদ রক্ষা ফোরাম 
  • নাগরিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ফোরাম
  • নাগরিক নারী অধিকার রক্ষা ফোরাম 
  • নাগরিক ফরেইন পলিসি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ফোরাম 
  • নাগরিক শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য ফোরাম 

সর্বজন সম্মানিত ব্যক্তিদের আহ্বায়ক হিসেবে মনোনীত করে পার্টি উইংগসগুলো সংগঠিত করার কাজ শুরু করতে হবে। 



নাগরিক শক্তির এলাকাভিত্তিক সংগঠকদের দায়িত্ব নির্ধারণ করে দিতে হবে। 


যেমন –

জেলা পর্যায়ে

  • নারায়ণগঞ্জ জেলা নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি 
  • কক্সবাজার জেলা নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি
  • টাঙ্গাইল জেলা নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি
  • মুন্সিগঞ্জ জেলা নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি

সিটি কর্পোরেশান পর্যায়ে 

  • ঢাকা সিটি কর্পোরেশান নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি
  • চট্টগ্রাম সিটি কর্পোরেশান নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি


এভাবে জেলা, উপজেলা, সিটি কর্পোরেশান, গ্রাম পর্যায়ের আহ্বায়ক কমিটি।


আহ্বায়ক মনোনয়ন 

  • নাগরিক তরুণ শক্তি

রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, তরুণ রাজনীতিবিদদের রোল মডেল, রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় তরুণদের সংগঠিত করেছেন – ১ জন

তরুণদের এবং যুব সমাজকে সংগঠিত করার অভিজ্ঞতা আছে, করছেন; দেশের কল্যাণে কাজ করছেন, আরও করতে ইচ্ছুক – ১ জন

শিক্ষাগত যোগ্যতায় এবং কর্মক্ষেত্রে দেশের তরুণদের রোল মডেল – ১০ জন

দেশের তরুণদের সংগঠনের অংশ হিসেবে তরুণদের সংগঠিত করেছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে  দিতে চান  – কয়েকজন 

  • নাগরিক ছাত্র শক্তি

প্রত্যেক বিশ্ববিদ্যালয়-কলেজ-মাদ্রাসায় সবার পছন্দের কয়েকজন আদর্শ ছাত্রছাত্রী। 

আমরা শিক্ষাঙ্গনে

  • জ্ঞান চর্চা 
  • জ্ঞানের আদান প্রদান 
  • ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে তৈরি করা 
  • সুস্থ রাজনীতির চর্চা, শিক্ষাঙ্গনের বিভিন্ন সমস্যা নিজেরা সমাধান করা 
  • উদ্ভাবনী উদ্যোগ 

দেখতে চাই।

ছাত্রছাত্রীরা কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে, দেশের বিভিন্ন সমস্যা সমাধানে এবং সবকিছুর উপরে নিজেদের যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দল বেঁধে কাজ করবে।

  • নাগরিক ওলামা শক্তি

দেশের আলেম ওলামাদের কাছে শ্রদ্ধেয় সম্মানিত বয়োজোষ্ঠ ব্যক্তি – ১ জন

সম্মানিত আলেম, দেশের আলেম ওলামাদের সংগঠিত করেছেন – ৬ জন

  • নাগরিক গণজাগরণ মঞ্চ

দেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন – ৭ জন

  • নাগরিক উদ্যোক্তা ও ক্ষুদ্র বিনিয়োগকারি শক্তি

দেশে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশান এর সূচনায় তরুণ প্রজন্মকে সংগঠিত করতে চান, উদ্যোক্তা বা ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে কাজ করছেন – ১০ জন

সম্মানিত সিনিয়ার মুক্তিযোদ্ধাদের আহ্বায়ক হিসেবে মনোনীত করে নাগরিক মুক্তিযোদ্ধা শক্তি সংগঠন।
সম্মানিত সিনিয়ার আইনজীবীদের আহ্বায়ক হিসেবে মনোনীত করে নাগরিক আইনজীবী শক্তি সংগঠন।
সম্মানিত সিনিয়ার চিকিৎসকদের আহ্বায়ক হিসেবে মনোনীত করে নাগরিক চিকিৎসক শক্তি সংগঠন।
সম্মানিত সিনিয়ার প্রকৌশলীদের আহ্বায়ক হিসেবে মনোনীত করে নাগরিক প্রকৌশলী শক্তি সংগঠন।
সম্মানিত সিনিয়ার শিল্প ব্যবসায়িদের আহ্বায়ক হিসেবে মনোনীত করে নাগরিক শিল্প ব্যবসায়ি শক্তি সংগঠন।
সম্মানিত সিনিয়ার সাংবাদিকদের আহ্বায়ক হিসেবে মনোনীত করে নাগরিক সাংবাদিক শক্তি সংগঠন।

আহ্বায়ক মনোনয়ন
জেনেরাল সেক্রেটারি সাহেব কো-জেনেরাল সেক্রেটারি সাহেবদের পরামর্শের ভিত্তিতে প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ প্রেসিডেন্ট সাহেবের অনুমোদন সাপেক্ষে মনোনয়ন দেবেন।

 

দলীয় কর্মসূচী 

জরুরি বিষয় বাদে দলীয় রাজনৈতিক কর্মসূচী ছুটির দিনগুলোতে দেওয়া হবে। এতে অর্থনীতির উপর, জনগণের উপর ক্ষতিকর প্রভাবও পড়বে না, জনসমাগমও বেশি হবে। নাগরিক শক্তি সব দলকে একই পথ অনুসরণ করতে আহ্বান জানাবে।

রেফরেন্স
[1] আদর্শ রাজনৈতিক দলের নির্বাচনী পরিকল্পনা – ২
[2] আদর্শ রাজনৈতিক দলের নির্বাচনী পরিকল্পনা – ১

নাগরিক শক্তির আত্নপ্রকাশ

নাগরিক শক্তির আত্নপ্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০১৩। 
প্রতিবছর বিজয় দিবসের দিনে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব।

  • মুক্তিযোদ্ধারা বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্নের কথা তুলে ধরবেন।
  • বিভিন্ন শ্রেণী পেশা (অন্যান্যদের মধ্যে একজন কৃষক, একজন গার্মেন্টস কর্মী, একজন রিকশা চালক থাকবেন) বিভিন্ন জাতি (পাহাড়ি) ধর্মের মানুষ তাদের প্রত্যাশা, আশা আকাঙ্খার কথা তুলে ধরবেন। (নাগরিক শক্তি জনগণের দল।)
  • একজন তরুণ ব্লগার একজন মাদ্রাসা ছাত্রকে ব্লগ লেখা শিখিয়ে দেবেন এবং মাদ্রাসা ছাত্র ইসলাম কিভাবে আমাদের পথ প্রদর্শক হতে পারে তা নিয়ে একটি ব্লগ পাবলিশ করবেন। আমাদের চিন্তা ভাবনা, মূল্যবোধ, ধ্যান – ধারণায় পার্থক্য থাকতে পারে – কিন্তু একসাথে বসে আলোচনা করলে আমাদের মাঝের দূরত্বটুকু দূর হয়ে যায়।
  • বাংলাদেশের মানুষ পরিকল্পনাবিহীন অপরাজনীতি দেখে অভ্যস্ত। জনগণ জানে না সুপরিকল্পিত সুশাসন দেশকে কোথায় নিয়ে যেতে পারে। বাংলাদেশ সঠিকভাবে পরিচালিত হলে স্বপ্নের বাংলাদেশ কেমন হবে তার এবং সেই স্বপ্নের বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনের একটা চিত্র জনগণের সামনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তুলে ধরে জনগণকে সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে উজ্জীবিত করা হবে। দৃঢ়তার সাথে জনগণকে জানানো হবে স্বপ্নের বাংলাদেশের লক্ষ্যে পরিবর্তন এবারই আসছে।
  • জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে কারও উপর যাতে কখনও অন্যায় না হয়, জনগণকে এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ হয়ে তা নিশ্চিত করতে আহ্বান জানান হবে এবং দলটি এক্ষেত্রে জনগণের পাশে থাকবে।
  • নাগরিক শক্তি জনগণের দল। জনগণ সব ধরণের মাধ্যম (ওয়েব, সেল ফোন, ইমেইল ইত্যাদি) ব্যবহার করে যাতে দলটির কাছে প্রত্যাশা, মতামত, আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে পারে সে লক্ষ্যে বাবস্থা।
  • কয়েকটি দল বিলুপ্ত ঘোষণা করে স্বপ্নের বাংলাদেশ গড়তে সকলে মিলে নাগরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে – ট্রাঞ্জিশানটা স্মুথ হবে – সবাইকে নাগরিক শক্তির অংশ করে নেওয়া। প্রত্যেক দলের দলীয় প্রধান ঘোষণা দেবেন।
  • ওয়েবে আত্মপ্রকাশ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে।
  • স্থানীয় পর্যায়ে আয়োজন থাকবে।
  • মেম্বারশিপ ফর্ম (সেল ফোন, ওয়েব, কাগজ – সুনাগরিক হিসেবে দেশের জন্য কি ভূমিকা রাখতে চান, দলীয় সদস্য হিসেবে কোন কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে চান – তা লিখবেন।)
  • জনগণকে প্রতিটি কর্মকাণ্ডে যত বেশি সম্পৃক্ত করা যাবে – জনগণের সাথে দলটির তত বেশি আবেগের সম্পর্ক গড়ে উঠবে।
  • সামাজিক যোগাযোগ মাধ্যম
    • ফেইসবুক পেইজ
    • ওয়েবসাইট (মডারেটেড ব্লগ থাকবে)
    • ইউটিউব চ্যানেল (স্বপ্নের বাংলাদেশের ভিডিও, দেশ নিয়ে ভিডিও, দলীয় কর্মকাণ্ডের ভিডিও)
    • বুকলেট
    • ডিজিটাল মিডিয়া / সামাজিক যোগাযোগ মাধ্যম, তারুণ্য। স্বপ্নের বংলাদেশের ভিডিও (দলের নাম, প্রতীক) -> লিংকঃ ফেইসবুক, ইউটিউব পেইজ, ওয়েব সাইট (সবাই পড়তে পারবে, কিন্তু সাইটে কমেন্ট করতে / মতামত দিতে ফেইসবুক লগইন। (তা নাহলে স্প্যাম, উদ্দেশ্য প্রণোদিত কমেন্ট – অ্যাডমিন মডারেশান এর পর পাবলিশ) সাইট ব্লগে নিজেদের চিন্তা ভাবনা, প্রত্যাশা প্রকাশ করার সুযোগ দেওয়া যেতে পারে।)। দলটা আমাদের সবার। সবার মতামতের ভিত্তিতেই পরিচালিত হবে দল এবং দেশ। স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে তারুণ্যের শক্তিতে। তরুণদের জন্য প্ল্যাটফর্ম গড়ে দেওয়া হবে যাতে তারা বিভিন্ন কল্যাণমুখী, উদ্ভাবনী উদ্যোগ নিতে পারে। লেখাগুলো ভাগ করে ইমেইজ হিসেবে শেয়ার দেওয়া হবে (দলের নাম, প্রতীক থাকবে ইমেইজে) – সবাই পড়বে, লাইক – শেয়ার দিবে এবং এভাবে ছড়িয়ে পড়বে। গ্রামে সবাই ফোন ব্যবহার করে এক্সেস করবে। কাজেই মোবাইল অপ্টিমাইজড ডিজাইন। (ডিজিটাল মিডিয়া সিকিউরিটি)
    • তরুণ তরুণীরা সবচেয়ে বেশি উৎসাহ নিয়ে কাজ করবে। টীম গড়ে তুলতে হবে। সবাই একসাথে বসে মিটিং এর পাশাপাশি ভার্চুয়ালি একসাথে কাজ করতে পারে, সাজেশান দিতে পারে, যোগাযোগ দিতে পারে সে লক্ষ্যে বাবস্থা – “ক্লোজড গ্রুপ”। তরুণ তরুণীদের মাঝ থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে।

১৪ ডিসেম্বর, ২০১৩ – বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, বাবসায়ি সমাজ কে নিয়ে নাগরিক ঐক্যের আলোচনা-সভা। বুদ্ধিজীবীরা, নাগরিক সমাজের সদস্যরা, বাবসায়িরা দেশ গঠনে নিজেদের মতামত, দিক নির্দেশনা তুলে ধরবেন।

নাগরিক শক্তি

দলের নাম: নাগরিক শক্তি
প্রতীক: বই


মূলমন্ত্র: “জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ”


মূলনীতি
1. সবকিছুর উপর জাতীয় স্বার্থ
2. মুক্তিযুদ্ধের চেতনা
3. জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে সবার একতা, সবার স্বার্থ সংরক্ষণ; সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে সবাই ঐক্যবদ্ধ
4. গণতন্ত্রমনা – দলের প্রতিটি কর্মকাণ্ডে জনগণের মতামত, আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, জবাবদিহিতা নিশ্চিত করা হবে
5. সকল অন্যায়, অপকর্ম, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান


সাংগঠনিক কাঠামো
প্রেসিডেন্ট
এক্সিকিউটিভ প্রেসিডেন্ট
ভাইস প্রেসিডেন্ট – ৭ জন
জেনেরাল সেক্রেটারি এবং কো-জেনেরাল সেক্রেটারি

জয়েন্ট জেনেরাল সেক্রেটারি – ১১ জন (আরও কয়েকজন যুক্ত হবেন)